• জানুয়ারির শেষ সপ্তাহেই শীত বিদায়? আজ এই জেলায় বৃষ্টি; রইল আবহাওয়ার খবর
    আজ তক | ২৮ জানুয়ারি ২০২৫
  • মাঘের শীতে কাঁপল না বাঘ। বরং হু হু করে বেড়ে গেল তাপমাত্রা। তবে কি এই মাঘে শীত আর পড়বে না? শীত কি তবে বিদায়ের পথে? শেষের কটা দিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা আছে কি? কী জানাল হাওয়া অফিস? জেনে সতর্ক হোন।

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর সামান্য কমার পূর্বাভাস রয়েছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। রাজ্যের সর্বত্র আগামী দু-তিন দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই। দক্ষিণের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গেপশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে  কুয়াশার সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে।

    আজ উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তুষারপাতও হতে পারে। মঙ্গল ও বুধবার এই দু’দিনই উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে কালিম্পঙেও। কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। দার্জিলিং ও কালিলৃম্পঙ ছাড়া বাকি উত্তরের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

    জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থারবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। কাল থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
  • Link to this news (আজ তক)