মেলার মাঠেই দুয়ারে সরকার, আবেদনপত্র জমা দিয়েই ছুট কেনাকাটা করতে
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, বেলদা: সরকারি ভবন বা গ্রাম পঞ্চায়েতের অফিসে নয়, দুয়ারে সরকার শিবির হল মেলা প্রাঙ্গণে। মেলা চলাকালীনই মেলার মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত বসল দুয়ারে সরকারের শিবির। আর তাতে উপচে পড়ল ভিড়। সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আরও বেশি বেশি করে পৌঁছে দিতেই মেলার মাঠে এই শিবিরের আয়োজন বলে জানালেন প্রশাসনিক আধিকারিকরা।
প্রশাসন সূত্রে খবর, এদিন মেলা প্রাঙ্গণে বসা দুয়ারে সরকার শিবিরে ভালোই সাড়া মিলেছে। এই দিনের এই ক্যাম্পে বিকেল পর্যন্ত ৭৪৩ জনের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। যার মধ্যে বিনামূল্যে শ্রমিক যোজনায় ৪২০ ও লক্ষ্মীর ভাণ্ডারে ১৫৬ জনের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।
সোমবার দাঁতন ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৃতীয় বর্ষীয় দাঁতন গ্রামীণ মেলার মাঠে মেলা চলাকালীন আয়োজন করা হল দুয়ারে সরকারের শিবির।
গত ১৬ জানুয়ারি উদ্বোধন হওয়া এই মেলায় প্রতিদিন উপছে পড়ছে ভিড়। আর সেই মেলা প্রাঙ্গণে সোমবার সকাল থেকে বসল দুয়ারে সরকারের শিবির। লক্ষ্মীর ভাণ্ডার থেকে জয় বাংলা, বাংলার বাড়ি থেকে জয় জোহার বিভিন্ন সামাজিক প্রকল্পের শিবির হল মেলা প্রাঙ্গণে। রথ দেখা কলা বেচার মতো এলাকার মানুষ শিবিরে নিজেদের আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি মেলা দেখার স্বাদও পূরণ করে নেয়। ক্যাম্পে আসা এক আবেদনকারী কমলা পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করতে এসেছিলাম, ফেরার পথে মেলা দেখে মেলা থেকে জিনিস কিনে নিয়ে ফিরছি। সঞ্জয় দাস বলেন, ভাবছিলাম সারাদিন দুয়ারে সরকারে শিবিরে লাইন দিতে গিয়ে মেলা দেখা হবে না। কিন্তু মেলার ভেতরেই শিবির হওয়ায় অনেক সুবিধা হল। আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি মেলাও দেখতে পেলাম।
গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা কামিল্যা ঠক্কর বলেন, মেলার এই ভিড়ের মাঝে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ যাতে মেলা দেখার আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই এই আয়োজন। প্রতিবারে অন্য জায়গায় শিবিরের আয়োজন হলেও এবারে আমাদের এলাকায় মেলা চলছে। আর তাই মেলা চলাকালীন দুয়ারে সরকারের আয়োজন হওয়ায় এলাকাবাসীদের যাতে সমস্যা না হয় তার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।-নিজস্ব চিত্র