নর্তকীদের নিয়ে সারারাত অর্কেস্ট্রা যুদ্ধে পদ্ম-তৃণমূল
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূল ও বিজেপির ‘অর্কেস্ট্রা প্রতিযোগিতা’-এ নাভিশ্বাস গ্রামবাসীদের। মাঝরাতে দুই ক্লাবের রেষারেষি বন্ধ করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়ে পুলিসও। ঘটনাস্থল ভূপতিনগর থানার বরোজ গ্রাম পঞ্চায়েতের ঘোলবাগদা গ্রাম। ভোর ৩টা নাগাদ ভূপতিনগর থানার অতিরিক্ত বাহিনী গিয়ে দুই ক্লাবের অনুষ্ঠান বন্ধ করে। হাঁফ ছেড়ে বাঁচেন গ্রামবাসীরা। একশো মিটারের মধ্যে গঙ্গামায়ের পুজো উপলক্ষ্যে তৃণমূল ও বিজেপি দুই ক্লাবের এই রেষারেষি নিয়ে সোমবার সরগরম ছিল গোটা এলাকা।
ঘোলবাগদা গ্রামে নীলকণ্ঠ স্মৃতি তরুণ সঙ্ঘের উদ্যোগে প্রায় ৩৪ বছর ধরে গঙ্গামায়ের পুজো হচ্ছে। ঘোলবাগদায় বিজেপির জোর বেশি। ক্লাবের সদস্যদের বেশিরভাগ বিজেপি মনোভাবাপন্ন। যদিও ওই ক্লাবের সক্রিয় সদস্য অনুপম জানাকে নিয়ে এবার ক্লাবের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়। অনুপম সক্রিয় তৃণমূল কর্মী। সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক ঝামেলায় অনুপম ওই গ্রামের বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন। এজন্য এবার অনুপমকে ছাড়াই ক্লাবের উদ্যোগে পুজো করার পরিকল্পনা নেয় বিজেপি। অধিকাংশ সদস্য তাতে সায় দেওয়ায় ওই তৃণমূল কর্মীকে ছাড়াই এবার পুজোর প্রস্তুতি শুরু হয়। কিন্তু, হাল ছাড়ার পাত্র নন অনুপম জানা। ক্লাবের তৃণমূল মনোভাবাপন্ন অন্যান্য সদস্য ও গ্রামবাসীদের জড়ো করে তিনি পাল্টা পুজোর প্রস্তুতি নেন। এনিয়ে ঝামেলার আশঙ্কা তৈরি হওয়ায় ভূপতিনগর থানার ওসি দু’পক্ষকে নিয়ে বৈঠকও করেছেন। সেখানে ঠিক হয়, দু’পক্ষ পুজো এবং অনুষ্ঠান করবে। কেউ আরও অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে না।
গত ২১ জানুয়ারি নীলকণ্ঠ স্মৃতি তরুণ সঙ্ঘের নাম করে দু’ পক্ষই একশো মিটার ব্যবধানে আলাদা ভাবে গঙ্গামায়ের পুজো করে। পুজো উপলক্ষ্যে দু’ পক্ষই সাতদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার দু’ পক্ষই অর্কেস্ট্রার আয়োজন করেছিল। নতর্কীদের এনে দু’পক্ষ অনুষ্ঠান শুরু করে। অনেকটা রাতের পর দু’ পক্ষের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য শুরু হয়। লোক টানার জন্য মাঝ রাতে অশ্লীল নাচকে হাতিয়ার করে দু’পক্ষ। রাত দেড়টা-দু’টো নাগাদ শব্দদানবের তাণ্ডবে কান ঝালাপালা হওয়ার অবস্থা তৈরি হয়। স্থানীয় পাঁউশী ক্যাম্পের পুলিস দু’ পক্ষকে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু, কোনও পক্ষই পুলিসের কথা কানে তোলেনি। বিজেপির দাবি, আগে তৃণমূলের অনুষ্ঠান বন্ধ করতে হবে। আবার পুলিস তৃণমূলের ক্লাবে হাজির হলে, তাদের দাবি, বিজেপির অনুষ্ঠান বন্ধ হলে তারা থামবে।
দু’ পক্ষের এই প্রতিযোগিতা বন্ধ করতে শেষপর্যন্ত ভূপতিনগর থানা থেকে বাড়তি বাহিনী ঘোলবাগদা গ্রামে হাজির হয়। ভোর ৩টা নাগাদ পুলিস গিয়ে অনুষ্ঠান বন্ধ করে। এনিয়ে তৃণমূল প্রভাবিত ক্লাবের কর্ণধার অনুপম জানা বলেন, আমরা রাত আড়াইটা পর্যন্ত অনুষ্ঠান করেছি। কলকাতা থেকে অর্কেস্ট্রা ব্যান্ড এসেছিল। কোনও অশ্লীল নাচ ছিল না। বরং বিপক্ষ ক্লাব অশ্লীল নাচ করেছিল। পুলিস এসে বলার পরই আমরা অনুষ্ঠান বন্ধ করে দিই।ভগবানপুরের বিধায়ক বিজেপির রবীন্দ্রনাথ মাইতি বলেন, ঘোলবাগদার আপামর গ্রামবাসীদের নিয়েই নীলকণ্ঠ স্মৃতি তরুণ সঙ্ঘ। অনুপম জানা সেই ক্লাব থেকে বেরিয়ে এবার প্রথম পাল্টা পুজো শুরু করেন। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত সাড়া না পেয়ে রাতভর উদ্দাম নৃত্য চালিয়েছেন। আমরা পুলিসের কাছে অভিযোগ করি। তারপর পুলিস গিয়ে পদক্ষেপ নেয়।-নিজস্ব চিত্র