• নিয়মিত আসেন না প্রধান শিক্ষক, মিড ডে মিল রান্নাতেও গড়িমসি
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: একগুচ্ছ অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। সোমবার সকালে নাকাশিপাড়া থানার ধর্মদা পঞ্চায়েতের কাঁচকুলি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক সহ কিছু শিক্ষক-শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন না। পড়ুয়া থাকলেও ক্লাস হয় না। মিড-ডে মিলের খাবারের মানও খারাপ। এদিনও প্রধান শিক্ষক স্কুলে আসেননি। অভিভাবকরা ফোন করলে তিনি নাকি বলে দেন, ব্যক্তিগত কারণে স্কুলে আসতে পারবেন না। এনিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। শেষ পর্যন্ত নাকাশিপাড়া থানার পুলিসের হস্তক্ষেপে স্কুলের তালা খোলা হয়।


    ধর্মদা পঞ্চায়েতের ওই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫০জন পড়ুয়া রয়েছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১০। যেখানে অনেক প্রাথমিক স্কুল পড়ুয়া ও শিক্ষকের অভাবে ধুঁকছে, সেখানে বলাই যায়, কাঁচকুলি প্রাথমিকের অবস্থা বেশ ভালো। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, শিক্ষকদের অনীহায় এই স্কুলে ঠিকমতো পঠনপাঠন হচ্ছে না। মিড-ডে মিল রান্নাও ঠিকমতো হয় না। এনিয়ে সোমবার তাঁরা বিক্ষোভ দেখান।


    গ্রামের এক বাসিন্দা বলেন, ২৬ জানুয়ারির দিন কয়েকজন শিক্ষক ১০টা নাগাদ স্কুলে পতাকা তুলে বাড়ি চলে যান। সোমবারও সেই পতাকা লাগানো ছিল। শিক্ষকদের এরকম কাজ মেনে নেওয়া যায় না।


    গ্রামের বাসিন্দা দুর্যোধন ঘোষ বলেন, মিড-ডে মিল ঠিকমতো দেওয়া হয় না। বেশিরভাগ দিন শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয়। ছ’-সাতমাস ধরে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি দেখতে বলছি। কিন্তু উনি ভ্রূক্ষেপ করছেন না। এদিন তাঁকে ফোন করে ১০ মিনিটের জন্য স্কুলে আসতে বলা হয়। কিন্তু উনি স্কুলে আসতে রাজি হননি। মাঝেমধ্যেই প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা স্কুলে আসেন না।


    প্রধান শিক্ষক শুভদীপ দাস বলেন, আমি তিনদিন ধরে ছুটিতে আছি। আমি ওঁদের ফোনে বলি, কোনও সমস্যা থাকলে স্কুলে এসে আমাদের সঙ্গে কথা বলুন। কিন্তু ওঁরা কোনও কিছুই শোনেননি। ওঁদের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সাধারণতন্ত্র দিবসে ঠিক সময়েই পতাকা তোলা হয়েছে। আসলে অভিভাবকদের কোনও সমস্যা নেই। স্থানীয়দের কয়েকজন ব্যক্তিস্বার্থে এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে।
  • Link to this news (বর্তমান)