• ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্বোধন সাধারণতন্ত্র দিবসে
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: সাধারণতন্ত্র দিবসে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্বোধন হল। কারও মুখাপেক্ষী না হয়ে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার করলেন সদস্যরা। রবিবার ভরতপুর বাসস্টপেজ সংলগ্ন এলাকায় মঞ্চ বেঁধে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্থার তরফে বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। 


    সম্প্রতি ওই সংস্থার সরকারি রেজিস্ট্রেশন হয়। সেই উপলক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার রওশন শেখ ও প্রবীণ বেলি বিবি। সংস্থার তরফে জানানো হয়, দুঃস্থদের সাহায্য করা থেকে এলাকায় সাফাই অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। কয়েকটি ক্ষেত্রে বড় ধরনের উন্নয়নমূলক কাজও করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই তাঁদের সদস্যদের সমস্যায় পড়তে হচ্ছিল। সরকারি রেজিস্ট্রেশন পাওয়ায় সেই সমস্যা আর থাকবে না বলে দাবি করা হয়েছে। তাঁরা আশাবাদী, এখন শুধু সংগঠনের সদস্যরা নন, গ্রামের বাসিন্দারা একসঙ্গে তাঁদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।


    সংগঠনের কর্ণধার বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও সবুজায়নের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। কোনও ক্ষমতার লোভে নয়। এই সংস্থা কাজ করবে মানুষের স্বার্থে। 


    এদিনের অনুষ্ঠানে লালন পুরস্কারপ্রাপ্ত প্রবীণ আলকাপ শিল্পী আব্দুল হাসিব সহ ১২জনকে সংবর্ধনা দেওয়া হয়। হাসিব সাহেব বলেন, এই সংগঠনের ছেলেদের নিঃস্বার্থভাবে প্রায় দু’বছর ধরে কাজ করতে দেখেছি। সংবর্ধনা পেয়ে খুব ভালো লাগছে। এছাড়াও এদিন সংস্থার তরফে এলাকার প্রায় ৩০০জনকে গৃহ সামগ্রী, ২০০ জনকে শীতবস্ত্র, ১০০জনকে লেখাপড়ার সরঞ্জাম বিলি করা হয়।
  • Link to this news (বর্তমান)