• শিলিগুড়িতে প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ উদ্ধার
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: হোটেলের ঘর থেকে এক প্রাক্তন সেনাকর্মীর নিহর দেহ উদ্ধার হয় রবিবার সন্ধ্যায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম পরশুরাম ছেত্রী (৪৬)। তিনি খড়িবাড়ির বাসিন্দা ছিলেন। হিলকার্ট রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। 


    ২২ জানুয়ারি বাড়ি থেকে কাজে যাচ্ছেন বলে বের হন। তবে পরে আর বাড়ি ফেরেননি। পরের দিন ২৩ জানুয়ারি খালপাড়া পুলিস ফাঁড়িতে মিসিং ডায়েরি করেন তাঁর পরিবারের সদস্যরা। ২৬ জানুয়ারি প্রধাননগরের একটি হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। পরিবারকে খবর দেওয়া হলে লোকজন এসে দেহের শনাক্ত করে। সোমবার ওই প্রাক্তন সেনাকর্মীর দেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 


    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। মৃতের ভাই প্রেম ছেত্রী বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। পুলিস বিষয়টি খতিয়ে দেখুক।
  • Link to this news (বর্তমান)