নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার জেলাশাসক বিধান রায় ‘দুয়ারে সরকার’ শিবির পরিদর্শন করেন। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে সিউড়ি পুরসভার ৩, ১৭ ও ২১ নম্বর ওয়ার্ডের নাগরিকদের জন্য শিবিরটি আয়োজিত হয়েছিল। এদিন মহকুমা শাসক সুপ্রতীক সিনহাকে সঙ্গে নিয়ে ওই শিবির পরিদর্শন করেন জেলাশাসক। তিনি বলেন, দু’-একটি ফর্ম হাতে নিয়ে দেখলাম, যথাযথভাবে ফিলআপ করা হয়েছে কি না। শিবির ভালোভাবেই চলছে।