• ২টি মাটিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: স্কুলের সামনের রাস্তা দিয়ে প্রচণ্ড জোরে চলাচল করছিল মাটিভর্তি ট্রাক্টর। খবর পেয়ে ভূমি ও ভূমিসংস্কার দপ্তর দু’টি ট্রাক্টর বাজেয়াপ্ত করল। সোমবার তেহট্ট থানার খাসপুর এলাকায় এঘটনা ঘটে। এদিন সকাল থেকে একটি জমির মাটি কাটা হচ্ছিল। সেই মাটি ছ’টি ট্রাক্টর করে খাসপুর হয়ে তেহট্টের কোনও ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকার ছাত্রছাত্রীরা সাইকেলে বা হেঁটে তেহট্ট উচ্চবিদ্যালয় ও শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয়ে আসছিল। সেই পথে প্রচণ্ড জোরে মাটিভর্তি ট্রাক্টর আসা-যাওয়া করায় অভিভাবকরা প্রমাদ গোনেন। এর  আগে তেহট্ট ও পলাশীপাড়া থানা এলাকায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় দুই ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছিল। অনেক পড়ুয়া জখমও হয়েছে। সেজন্য এদিন স্কুলটাইমে মাটিবোঝাই ট্রাক্টর যাতায়াতের প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন।খবর পেয়ে তেহট্ট-১ ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক স্বপন সাহা খাসপুরে যান। সেখানে গিয়ে দু’টি মাটিভর্তি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যান। স্বপনবাবু বলেন, সম্পূর্ণ অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। স্কুলের সময়ে যাতে কোনও ট্রাক্টর রাস্তায় না চলে-সেই বিষয়টি পুলিসকে দেখতে বলব।
  • Link to this news (বর্তমান)