• বাঁকুড়ায় বাড়ল ৪৩ হাজার নতুন ভোটার
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় এবার ৪৩ হাজার নতুন ভোটার বেড়েছে। তারমধ্যে ১৮-১৯ বছরের মধ্যে বয়স এমন ভোটারের সংখ্যাই সর্বাধিক। ওই বয়সিদের মধ্যে গত একবছরে ভোটার তালিকায় নাম তুলেছেন সাড়ে ২৯ হাজার জন। জাতীয় ভোটার দিবসের পর জেলা প্রশাসনের তরফে এই বিষয়টি জানানো হয়েছে। 


    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় বর্তমানে মোট ৩০ লক্ষ ২৫ হাজার ৭৪৬ জন ভোটার রয়েছেন। তারমধ্যে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ১৫ লক্ষ ২৯ হাজার ৯০১ ও ১৪ লক্ষ ৯৫ হাজার ৮৪০। জেলায় বর্তমানে ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৬৮ হাজার ৭২। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন। জেলায় বর্তমানে লিঙ্গানুপাতের হার ৯৭৮। বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) নকুলচন্দ্র মাহাত বলেন, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা উপলক্ষ্যে প্রতিবছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। অন্যান্য বছরের মতো জানুয়ারি মাসে আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। গত কয়েকমাসে ভোটার তালিকায় নাম তোলার জন্য সদ্য আঠারো উত্তীর্ণদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই বিষয়টি ভোটার তালিকায় প্রতিফলিত হয়েছে। এবার সদ্য আঠারোয় পা দেওয়া ২৯ হাজার ৪৩৭ জন ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করেছেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য আমরা ‘টিনএজারদের’ উৎসাহ জুগিয়ে থাকি। এদিকে, মৃত্যু সহ বিভিন্ন কারণে গত এক বছরে জেলার ভোটার তালিকা থেকে ২৬ হাজার ৮৫০ জনের নাম বাদ গিয়েছে বলেও অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন।


    উল্লেখ্য, ২২টি ব্লক ও তিনটি মহকুমা নিয়ে গঠিত বাঁকুড়া জেলা যথেষ্ট বড়। জঙ্গলমহলের অন্যতম জেলা বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় একসময় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটারদের বাধা পেতে হয়েছিল। বর্তমানে অবশ্য শান্ত জঙ্গলহমলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়। পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে মাঝে অশান্তি হলেও এখন পরিস্থিতির বদল ঘটেছে বলে রাজনৈতিক মহলের অভিমত। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সব দলই সমর্থকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে উদগ্রীব হবে বলে মনে করা হচ্ছে।   
  • Link to this news (বর্তমান)