• গাড়ির ধাক্কায় জখম বাইক চালক, জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: সোমবার সকালে ৩১ নং জাতীয় সড়কের ইসলামপুর বাইপাসে ঘোড়ামারায় দুর্ঘটনায় জখম হয়েছেন এক বাইকচালক। গুঞ্জরিয়া যাওয়ার পথে পিছন থেকে একটি ছোটগাড়ি বাইকচালককে ধাক্কা মারে। এক মাস আগে ওই এলাকায় দশম শ্রেণির এক ছাত্রী পথ দুর্ঘটনায় জখম হয়েছিল। এবার ফের দুর্ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। এর জেরে সড়কে যানচলাচল ব্যাহত হয়। অবশেষে পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। বিক্ষোভকারীদের দাবি,দুর্ঘটনাস্থলে রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস নির্মাণ করতে হবে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম মহম্মদ রিয়াজুল। তিনি দক্ষিণ ডাঙ্গাপাড়ার বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রী। বাইকে চেপে গুঞ্জরিয়া এলাকায় কাজে যাচ্ছিলেন। সেসময় ঘোড়ামারা এলাকায় একটি ছোট গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বাইকচালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিক্ষুব্ধ স্থানীয় কংগ্রেস নেতা হারুন রসিদ বলেন, এর আগেও ওই এলাকায় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা রোধে পুলিসকে ব্যবস্থা নিতে বলা হলেও কোনও উদ্যোগ নেয়নি। এদিনের দুর্ঘটনার পর বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের বক্তব্য, সড়ক পারাপারের জন্য একটি আন্ডারপাস হলে দুর্ঘটনা কমবে। জখম ব্যক্তির কাকা নাজমুল হকও বিক্ষোভে শামিল হন। তিনি বলেন, ধাক্কা মেরে গাড়িটি পালিয়ে যায়। ইসলামপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, গাড়িটির খোঁজ চলছে। 
  • Link to this news (বর্তমান)