• হাইওয়ের তুলনায় শহর-গ্রামের রাস্তায় বেড়ে চলা দুর্ঘটনাই ভাবাচ্ছে পুলিসকে
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হাইওয়ের তুলনায় জলপাইগুড়িতে ছোট রাস্তায় বেড়ে চলা দুর্ঘটনাই ভাবাচ্ছে পুলিসকে। সেকারণে দুর্ঘটনা রুখতে এবার শহর ও গ্রামীণ এলাকার পথ নিরাপত্তায় জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিস। সোমবার পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করে এমনটাই জানান জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। 


    পুলিস সুপার বলেন, জলপাইগুড়ি জেলায় প্রায় সাড়ে সাতশো ট্রাফিক পুলিস রয়েছে। পথ দুর্ঘটনা রুখতে যথেষ্টই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারপরও গত বছর জেলায় ৫০৪টি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। জখম হয়েছেন ৬৩০ জন। ২০২৩ সালে জলপাইগুড়ি জেলাজুড়ে ৪৬৩টি পথ দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনায় সেবছর ১৫২ জনের মৃত্যু হয়। জখম হন ৫১৮ জন। ২০২৩ সালের তুলনায় গত বছর জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমানো গিয়েছে। কিন্তু কীভাবে আরও কমানো যায়, সেই চেষ্টা চালাচ্ছি আমরা। গতবারের তুলনায় এবছর অন্তত দশ শতাংশ পথ দুর্ঘটনা কমানোর টার্গেট রয়েছে আমাদের। 


    দেখা যাচ্ছে, হাইওয়ের তুলনায় ছোট রাস্তায় বেশি দুর্ঘটনা ঘটছে। গত রবিবারও জলপাইগুড়িতে গ্রামের ফাঁকা রাস্তায় বাইক দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একারণে এবার শহর ও গ্রামের রাস্তায় পথ নিরাপত্তায় বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    পুলিস সুপার বলেন, জলপাইগুড়ি শহরে এখনও বাইক আরোহীদের অনেকে হেলমেট পরছেন না। বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছেন। শহরের মধ্যে দিয়ে কেউ কেউ ৭০-৮০ কিমি গতিতেও বাইক ছোটাচ্ছেন। পথ নিরাপত্তা সপ্তাহে আমরা যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা গড়ে তোলার কাজ চালাব, তেমনই ট্রাফিক আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।


    পুলিস সুপার বলেন, গত বছর যাঁরা পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি আমরা। দেখা গিয়েছে, যাঁরা দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাঁদের বেশিরভাগই পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন। ফলে এখন চরম অসহায় হয়ে পড়েছে পরিবারগুলি। পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতা গড়ে তুলতে ওইসব পরিবারের বক্তব্যও তুলে ধরব আমরা।


    এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ট্যাবলোর উদ্বোধন করেন পুলিস সুপার। আয়োজন করা হয় র‌্যালির। ওই র‌্যালিতে জলপাইগুড়ি জেলা স্কুল ও ফণীন্দ্রদেব ইন্সটিটিউশনের ছাত্রদের সঙ্গে হাঁটেন জেলাশাসক শমা পারভীন ও পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত, পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল এবং ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)