সংবাদদাতা, রায়গঞ্জ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম তৈমুর আলি। তার বাড়ি রায়গঞ্জের বাহিন এলাকায়। তার বিরুদ্ধে ২২ জুলাই ২০২৩ সালে রায়গঞ্জের মহিলা থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। এরপর রবিবার মুম্বই থেকে ট্রেনে বাড়ির দিকে ফেরার সময় মালদহ থেকে তাকে পুলিস গ্রেপ্তার করে। রবিবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী অজয় দাস বলেন, পকসো আইনে মামলা রুজু হয়েছে। এদিন অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।