• রায়গঞ্জে ৫ ফেব্রুয়ারি থেকে টোটো চলাচলে নতুন নিয়ম
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে যানজট সমস্যা সমাধানে টোটো নিয়ে ফের নতুন নিয়ম চালু করতে চলেছে রায়গঞ্জ পুরসভা। তুলে দেওয়া হলো শহর ও গ্রামের টোটোর ভেদাভেদ। তবে শহরে টোটো চালাতে হলে লাগবে রেজিস্ট্রেশন, মানতে হবে কালার কোড। নাহলে দিতে হবে জরিমানা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের মতো গ্রামের টোটোকেও কালার কোডে ভাগ করে দেওয়া হবে। সবুজ রঙের টোটো চলবে সোম, বুধ, শুক্রবার এবং নীল রঙের মঙ্গল, বৃহস্পতি, রবিবার। শনিবার সব রঙের টোটো চলবে।  প্রতিদিন রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত দুই রঙের টোটো চলতে পারবে শহরে। ৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হবে বলে ঘোষণা করল পুরসভা। যে সমস্ত টোটো চালক এই নিয়ম মানবেন না, তাঁদের ৫০০ টাকা জরিমানা করা হবে বলে পুরসভা জানিয়েছে। এছাড়া যাঁরা রেজিস্টেশন প্রক্রিয়া শেষ করেননি, তাঁদেরও জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিকে দ্রুত টোটোর রেজিস্ট্রেশন শেষ করতে বলা হয়েছে। এদিন রায়গঞ্জ পুরসভায় টোটো নিয়ে একটি বৈঠক হয়। ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংশুক মাইতি সহ অন্যরা। পুর প্রশাসক বলেন, শহরে গ্রামের টোটোও চলবে। তবে তাদের কালার কোড বাধ্যতামূলক। নিয়ম না মানলে ফাইন হবে। ১৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশ কিছু পঞ্চায়েত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করেছে। তবে বাকিদের দ্রুত সেই কাজ শেষ করতে বলা হয়েছে। শহরে ঢুকতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
  • Link to this news (বর্তমান)