হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস সদস্যের স্বামীর বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান) হওয়ার পর শোরগোল হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কংগ্রেস সদস্যা নিরুপমা দাসের স্বামী সুপেন রায় বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা দাবি করেন। উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাটমানি দিতে হবে ব্লকের লোককে। টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলে ভয় দেখাচ্ছেন তিনি। উপভোক্তা ডুমরি রায়ের দাবি, টিনের চাল ও বাঁশের বেড়া দেওয়া ঘরে বাস করছি। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই পঞ্চায়েত সদস্যার স্বামী রাতে বাড়িতে এসে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা দেবেন না বলে হুমকিও দিয়েছেন। অভিযুক্ত সুপেন রায় বলেন, আমি টাকার কথা বলেছি। তবে জোর করে কারও কাছে টাকা দাবি করিনি। সবাই নিচ্ছে, তাই আমিও দাবি করেছি। এখনও পর্যন্ত কেউ টাকা দেয়নি।
পঞ্চায়েত সদস্যা বলেন, স্বামীর নামে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন কিছু লোক। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। কংগ্রেসের পঞ্চায়েত প্রধান রাজীব খানকে ফোন ও মেসেজ করা হলে তিনি উত্তর দেননি। বরুই অঞ্চল তৃণমূল সভাপতি মিন্টু আলম বলেন, বাম-কংগ্রেস জোট পরিচালিত বরুই পঞ্চায়েত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ঘরের টাকা জোর করে আদায় করে নিচ্ছে। প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি।
হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।