সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শ্বশুরবাড়িতে বধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। মেয়ের পরিবারের দাবি, পণের টাকার জন্য শ্বাসরোধ করে খুন করেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুরের সোনাকুল গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত বধূর নাম নুরজাহান খাতুন (২১)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সোনাকুল গ্রামে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার পর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক। মৃতের পরিবার জানিয়েছে, হরিশ্চন্দ্রপুরের টালবাংরুয়া গ্রামের মনসুর আলির মেয়ে নুরজাহানের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী সোনাকুল গ্রামের মাসুদ আলির। অভিযোগ, বিয়ের পর থেকেই নুরজাহানকে বারবার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতো। এনিয়ে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। শনিবার বিকেল নাগাদ নুরজাহানের শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশীদের মুখ থেকে তাঁর বাবা খবর পান মেয়ে মারা গিয়েছে। মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পান মেয়ে একটি ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। গলায় দড়ির দাগ। আশেপাশে রক্ত পড়ে রয়েছে। শ্বশুর বাড়ির লোকেরা সবাই পলাতক। এরপরে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, মেয়ের বাবা অভিযোগ দায়ের করেছে। পুলিস তদন্ত করছে।