• সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে  জেলা প্রশাসনের চাপে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু হল। তবে পরিকল্পনা মতো সুপার স্পেশালিটি পরিষেবার সব ইন্ডোর পরিষেবা এখনই চালু হচ্ছে না। শুধু কার্ডিওলজি বিভাগ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।  


    সোমবার কার্ডিওলজির আইসিসিইউ  ধাপে ধাপে সুপার স্পেশালিটি ব্লকে  স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। এতে আউটডোরের সঙ্গে  আইসিসিইউ ও ইকোকার্ডিওগ্রাফি এখন সুপার স্পেশালিটি ব্লকে একসঙ্গে চলবে।  


    তবে ক্যাথল্যাব এখনও আসেনি। ৫৫ বছরের পুরনো এই মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাথল্যাব ছাড়াই চলছে কার্ডিওলজি বিভাগ। ফলে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্ট সহ কার্ডিওলজির ব্যয়বহুল পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা এখানে পাচ্ছে না গরিব মানুষ।  সুপার স্পেশালিটি ব্লকে অন্যান্য ইন্ডোর পরিষেবা কবে চালু হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না হাসপাতাল সুপারও। সুপার ডাঃ সঞ্জয় মল্লিক  বলেন, আমরা ধাপে ধাপে  সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছি।  এরপর সেন্ট্রাল ল্যাব সুপার স্পেশালিটি ব্লকে সরিয়ে নিয়ে যাওয়া হবে।  সুপার স্পেশালিটি ব্লকে পরিকল্পনা মতো পূর্ণাঙ্গ ইন্ডোর পরিষেবা এখনও চালু করতে না পারার ক্ষেত্রে  হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। যদিও তা  মানতে নারাজ সুপার। তিনি বলেন,  বিল্ডিংয়ের ছাদে  ফাটল ধরেছে। তা মেরামত না হওয়া পর্যন্ত অপারেশন থিয়েটার সহ অন্যান্য বিভাগ চালু করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে নার্স ও স্বাস্থ্যকর্মী সঙ্কট রয়েছে।
  • Link to this news (বর্তমান)