• সরকারি প্রকল্প রূপায়ণে ও টাকা খরচে সমতলে প্রথম পাথরঘাটা
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কঠিন ও তরল বর্জ্য প্রকল্প রূপায়ণ, পঞ্চদশ অর্থ কমিশন, রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে শিলিগুড়ি মহকুমা এলাকার ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত প্রথম হয়েছে। সাধারণতন্ত্র দিবসে দার্জিলিংয়ে প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে প্রথম পুরস্কার নেন পাথরঘাটার প্রধান মহম্মদ শাহিদ। 


    জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার পার্বত্য ও সমতলের তিনটি করে গ্রাম পঞ্চায়েত পুরস্কার পেয়েছে। সমতলের পাথরঘাটা প্রথম হওয়ার পাশাপাশি খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি পানিশালি গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় ও ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েত তৃতীয় হয়েছে। খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ বলেন, বিভিন্ন প্রকল্প রূপায়ণে জেলাস্তরে এই পুরস্কার দেওয়া হয়। আমাদের খড়িবাড়ি পানিশালি গ্রাম দ্বিতীয় হয়েছে। 


    নাগরিক পরিষেবা প্রদানে দার্জিলিংয়ের সমতলে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত প্রথম হওয়ায় খুশি প্রধান সহ আধিকারিকরা। সোমবার পাথরঘাটার প্রধান বলেন, তিনবছরের কাজের নিরিখে আমরা ‘বেস্ট পারফর্মিং গ্রাম পঞ্চায়েত’ পুরস্কার পেয়েছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রূপায়ণেও ২০২৪-’২৫ আর্থিক বছরে আমরা ‘বেস্ট গ্রাম পঞ্চায়েত’ হয়েছি। জোড়া পুরস্কারপ্রাপ্তি নাগরিক সুবিধা প্রদানে ও সরকারি প্রকল্প রূপায়ণে আমাদের আরও উত্সাহিত করবে। মাটিগাড়ার বিডিও বিশ্বজিত্ দাস জানান, পাথরঘাটার এই পুরস্কারপ্রাপ্তি ব্লকের অন্য গ্রাম পঞ্চায়েতেরও উত্সাহ বাড়াবে। 


    প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত মহকুমার মধ্যে এগিয়ে। এই কমিশনের ৯৬ শতাংশ বরাদ্দ খরচ করেছে পাথরঘাটার প্রতিটি সংসদে। রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দের ৯৯ শতাংশ টাকাও খরচ করে ফেলছে উন্নয়নের জন্য। বাকি টাকাও উন্নয়নের জন্য ছাড়া হচ্ছে। বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পেতে এবার বাড়িতে বসে আবেদন করতে পারবেন পাথরঘাটাবাসী। সেজন্য পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম নামক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ভেরিফিকেশনের পর দু’দিনের মধ্যে সেই প্রয়োজনীয় কাগজ পাবে সাধারণ মানুষ। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে এই উদ্যোগ বলে জানান প্রধান। 
  • Link to this news (বর্তমান)