সরস্বতী পুজোতেই উধাও শীত, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সংলগ্ন এলাকায় শীতের আমেজ কিছুটা ফিরে এসেছিল। কিন্তু ফের পশ্চিমী ঝঞ্জার ভ্রুকুটি। পর পর দুটো ঝঞ্ঝার ধাক্কায় আগামী কাল, বুধবার থেকে কমজোরি হয়ে পড়বে শীত। চলতি সপ্তাহেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশাপাশে চলে আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর অর্থ এবার উষ্ণই থাকবে সরস্বতী পুজো। হাওয়া অফিস সূত্রে খবর, আজ এবং আগামী কাল দক্ষিণবঙ্গে কুয়াশার আধিক্য থাকবে।
আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।