নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশের বিশিষ্ট শিল্পদ্যোগীদের পাশাপাশি উপস্থিত থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক। বাণিজ্য সম্মেলনে আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি আসবেন বলে আগেই জানা গিয়েছিল। সেই সঙ্গে প্রতিবেশী দেশ ভুটানের রাজা এবং পাশের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি সম্মেলনের গুরুত্ব আরও বাড়াবে বলেই মত প্রশাসনিক কর্তাদের। সম্মেলনের আগের দিনই নবান্নে বসবে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে মন্ত্রিসভা একাধিক শিল্পবান্ধব নীতির ছাড়পত্র দেবে বলে জানা গিয়েছে। সেই কারণেই বাণিজ্য সম্মেলনের আগে এই বৈঠক বলে সোমবার জানিয়ে দেওয়া হয়েছে সব মন্ত্রী এবং সংশ্লিষ্ট আমলাদের। সূত্রের খবর, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি এখন তুঙ্গে। সম্প্রতি প্রস্তুতি নিয়ে বৈঠকও করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে কোন দপ্তরের কতগুলি ‘মৌ’ স্বাক্ষরিত হবে এবং কত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও ওঠে বাণিজ্য সম্মেলন প্রসঙ্গ। সম্প্রতি ভোটে জিতে ঝাড়খণ্ডে পুনরায় সরকার গঠন করেছেন হেমন্ত সোরেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে রাঁচি গিয়েছিলেন মমতা। বিজেপি-বিরোধী দুই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর একই মঞ্চে থাকা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।