• পশ্চিমী ঝঞ্ঝাই ভিলেন! সরস্বতী পুজোর পরই শীতের আনুষ্ঠানিক বিদায়?
    ২৪ ঘন্টা | ২৮ জানুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: রাজ্যে শীতের মরশুম কার্যত সমাপ্তির পথে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি। মঙ্গলবার শীতের আমেজ বহাল রাজ্য জুড়ে। কলকাতায় রাতের পারদ ১৪ এর ঘরে। রবিবারের মধ্যে সেই তাপমাত্রা বাড়তে বাড়তে ২০ এর ঘরে পৌঁছে যেতে পারে। ৫ দিনে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা। আজ ও কাল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে বৃষ্টি এবং শিলা বৃষ্টি। সরস্বতী পুজো পর্যন্ত খুব হালকা হিমেল পরশ। তারপর শীতের আনুষ্ঠানিক বিদায়।

    মঙ্গল ও বুধবার উত্তরের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে। কিছু এলাকায় শিলা বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিল। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে কাল ২৯ জানুয়ারি। তার ঠিক পরেই পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

    দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পারদ এখনও স্থিতিশীল। শীতের আমেজ বহাল। মনোরম শুষ্ক আবহাওয়া মঙ্গলবার রাত পর্যন্ত। বুধবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে বলে অনুমান আবহাওয়া দফতরের। রবি-সোমবারের মধ্যে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় বঙ্গের পারদ। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ এবং কাল হালকা তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলায়। হতে পারে শিলা বৃষ্টি। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মাঝারি কুয়াশা-র সম্ভাবনা দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ৪-৫ জেলায়। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। 

    Weaকাল বুধবার থেকে রবি সোমবারের মধ্যে এই তাপমাত্রা ১৯ বা ২০ এর ঘরে পৌঁছে যেতে পারে। সরস্বতী পুজোর পর থেকে ধাপে ধাপে আরো পারদ উত্থানে শীতের আনুষ্ঠানিক বিদায়। রাতের তাপমাত্রা ১৪.২ থেকে বেড়ে ১৪.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ থেকে বেড়ে ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮৫ শতাংশ। 

  • Link to this news (২৪ ঘন্টা)