• ট্যাক্সির আগে 'হলুদ' শব্দ প্রত্যাহার রাজ্যের! থাকছে না রংয়ের বিধি নিষেধ...
    ২৪ ঘন্টা | ২৮ জানুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: ট্যাক্সি বাঁচাতে বৈপ্লবিক সিদ্ধান্ত পরিবহন দফতরের। ট্যাক্সি হলুদ হতেই হবে এই বাধ্যবাধকতা তুলে দিল রাজ্য। যে কোনও রঙের, যে কোনও মডেলের গাড়িকে ব্যবহার করা যাবে ট্যাক্সি হিসেবে। কার্যত, দিল্লি-মুম্বইয়ের পথে হাঁটল রাজ্য পরিবহন দফতর। আগেও শহরের রাস্তায় কিছু নীল সাদা ট্যাক্সি দেখা গেছে। কিন্তু ট্যাক্সি বলতেই হলুদ ট্যাক্সি এই ধারণার ইতি ঘটতে চলেছে এইবার। ১৯৮৯ সালের ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধন। 

    ট্যাক্সির আগে হলুদ বা ইয়েলো শব্দ প্রত্যাহার করছে রাজ্য। যাত্রীবাহী চার চাকার ছোট গাড়িতে আর থাকবে না রংয়ের বিধি। তবে যে সংস্থা বাণিজ্যিক গাড়ি নামাতে চায় তাদের নূন্যতম ২০ গাড়ি নামাতে হবে। যে কোনও রংয়ের বাণিজ্যিক গাড়ি নামানো যাবে। আগে ভাগেই জানাতে হবে পরিবহণ দফতরকে। এমনকী মিটার ট্যাক্সির ধাঁচেও হতে পারে সেই গাড়ি। 

    এক সময়ে কলকাতার আইকন ছিল হলুদ অ্যাম্বাসাডার ট্যাক্সি। অ্যাম্বাসাডার আর তৈরি হয় না। হলুদ অ্যাম্বাসাডার ট্যাক্সিও অবলুপ্তির পথে। নতুন ট্যাক্সির রং আগের সরকারি বিধিতে হলুদ করার সুযোগ ছিল না। সেই বিধিই বদল করে রাজ্য জানাল, ট্যাক্সির রং আর নির্ধারণ করবে না সরকার। তবে ট্যাক্সি হিসেবে লাইসেন্স নিলে মিটারেই চালাতে হবে। 

    শহর কলকাতায় হলুদ ট্যাক্সি বাতিল হয়ে যাচ্ছে ৷ তা নিয়ে বিস্তর অভিযোগ করছেন অনেকেই ৷ যদিও রাজ্যের বক্তব্য তারা কোনও হলুদ ট্যাক্সি বাতিল করছে না ৷ দূষণের গেরোয় যেভাবে ১৫ বছর সংক্রান্ত নিয়ম আছে তার জেরেই বাতিল হচ্ছে একাধিক হলুদ ট্যাক্সি। 

  • Link to this news (২৪ ঘন্টা)