• এসএসকেএম থেকে পার্থকে স্থানান্তরিত করার অনুমতি কোর্টের, তবে খরচ নিজেকেই দিতে হবে
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করা যাবে বলে জানাল কলকাতার নগর দায়রা আদালত। মঙ্গলবার ওই আদালত জানিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে আরএন টেগোরে স্থানান্তরিত করা যেতে পারে। তবে সেখানে গেলে তার দায়িত্ব এবং খরচ, দুই-ই পার্থর নিজের। আদালতের পর্যবেক্ষণ, এসএসকেএম পার্থর স্বাস্থ্যসংক্রান্ত যে রিপোর্ট কোর্টে পেশ করেছে, সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির উল্লেখ আছে। ‘ইমপ্রুভমেন্ট’-এর পরও পার্থ যদি এসএসকেএম ছেড়ে অন্য হাসপাতালে যেতে চান, তাহলে তাঁকে নিজের দায়িত্বেই যেতে হবে। খরচও বহন করতে হবে তাঁকেই।

    বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি এসএসকেএম হাসপাতালে ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। হার্ট ফেলিওর হওয়ায় এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

    হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিসিন, নেফ্রোলজি, চেস্ট মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখেন পার্থকে। এ দিকে আগেই পার্থর আইনজীবী আদালতে আবেদন করেছিলেন, পার্থকে অন্যত্র স্থানান্তরিত করানোর। আরও ভালো চিকিৎসার জন্য এই আর্জি জানিয়েছিলেন তিনি। তার প্রেক্ষিতে কোর্ট এসএসকেএমের কাছে রিপোর্টও চেয়েছিল। সেই রিপোর্টেই উল্লেখ রয়েছে, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

    এসএসকেএমের রিপোর্ট দেখে এ দিন বিচারক জানান, হাসপাতাল পার্থর অবস্থার উন্নতির কথা বলেছে। তার পরও যদি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে স্থানান্তরিত করতে চান, তা হলে আরএন টেগোরে নিয়ে যেতে পারেন। তবে চিকিৎসার খরচ, যাবতীয় দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

  • Link to this news (এই সময়)