• ৪ পুলিশকর্মী মেরে জখম করে গ্রেপ্তার প্রাক্তন জওয়ান
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • এই সময়, কালনা: গোলমাল দেখে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল পুলিশ। তখনই এক প্রাক্তন জওয়ানের হাতে আক্রান্ত হয়ে জখম হলেন এক এসআই, এক মহিলা এএসআই–সহ চার জন পুলিশকর্মী। রবিবার নাদনঘাট থানা এলাকার উত্তর শ্রীরামপুরের ঘটনা। অনল দে নামে ওই প্রাক্তন জওয়ান মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

    থানার মধ্যেও পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত ওই প্রাক্তন জওয়ানকে গ্রেপ্তার করে সোমবার কালনা মহকুমা আদালতে পেশ করে। বিচারক তাঁর পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, ‘অভিযুক্তর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে।’

    জানা গিয়েছে, অভিযুক্তর যেখানে বাড়ি সেই এলাকায় যুব সঙ্ঘের মাঠে একটি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অভিযুক্তর ছেলে ও তাঁর বন্ধুরা কয়েকজন মিলে মেলার আগত দর্শকদরে মোটরবাইক রাখার জন্য অস্থায়ী গ্যারাজ করেছিলেন। সেখানে একজন বাইক রেখে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন বলে প্রাক্তন ওই জওয়ান বচসায় জড়িয়ে পড়েন বলে দাবি।

    ওই ব্যক্তি বলেন, ১০ মিনিটের জন্য বাইক রেখেছেন বলে টাকা দেবেন না। তখনই ওই ব্যক্তির স্ত্রী ওই প্রাক্তন জওয়ানকে চড় মারেন বলে অভিযোগ। তার পরই ধস্তাধস্তি ও গোলমাল শুরু হলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয়। তখনই পুলিশকেও ওই অভিযুক্ত আক্রমণ করে বলে অভিযোগ। জখম হন চার পুলিশকর্মী। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

  • Link to this news (এই সময়)