• বন্ধ অনলাইন বুকিং, জঙ্গলে ঢুকতে পরিচয়পত্র আবশ্যিক
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • এই সময়, আলিপুরদুয়ার: সম্প্রতি আলিপুরদুয়ার জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠকে জঙ্গলে প্রবেশের জন্যে সব ধরনের ফি মকুব করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছিল সংশয়। প্রশ্ন উঠেছিল যে, তাহলে কি অবারিত হয়ে গেল জঙ্গলের দরজা?

    সেই সংশয় দূর করতে সোমবার বিজ্ঞপ্তি জারি করল বন দপ্তর। সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, উত্তরবঙ্গের সংরক্ষিত জঙ্গলগুলিতে বেড়াতে হলে বাধ্যতামূলক ভাবে পরিচয়পত্র দেখাতে হবে। সঙ্গে বন দপ্তরের নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে এন্ট্রি পাসও।

    পাশাপাশি বন দপ্তরের নির্দিষ্ট করে দেওয়া সাফারি গাড়িতেই চড়তে হবে পর্যটকদের। সঙ্গে নিতে হবে গাইডদের। তবে নির্ধারিত গাড়ি ভাড়া ও গাইডদের মজুরি পর্যটকরা সরাসরি তুলে দেবেন সংশ্লিষ্ট জিপসির চালক ও গাইডের হাতে। এছাড়া প্রতিটি পর্যটককে নিজে বন দপ্তরের কাউন্টারে উপস্থিত হয়ে সংগ্রহ করতে হবে জঙ্গলে ঢোকার ছাড়পত্র এক্ষেত্রে কোনও দালাল অথবা এজেন্টকে ব্যবহার করা যাবে না। বন্ধ হচ্ছে অনলাইন বুকিংও। মঙ্গলবার থেকেই লাগু হচ্ছে এই নিয়ম।

    প্রবেশমূল্য মকুব হওয়ার পর রীতিমতো হট্টমেলা শুরু হয়েছিল উত্তরবঙ্গের সংরক্ষিত জঙ্গলগুলিতে। এর ফলে বন্যপ্রাণীদের সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। চোরাশিকারিদের অবাধ দৌরাত্ম বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। সব থেকে বড় কথা হলো, এন্ট্রি ফি’র ব্যবস্থা না থাকায় বন দপ্তর হিসেব রাখতে পারছিল না যে, ঠিক কত সংখ্যক পর্যটকের পা পড়েছে জঙ্গলগুলিতে।

    এ দিনের বন দপ্তরের ওই বিজ্ঞপ্তি সামনে আসায় সমস্ত সংশয়ের অবসান হলো বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে বনকর্তারা। এরই সঙ্গে ২৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্যে অনলাইন বুকিং স্থগিত রাখার কথা ঘোষণা করেছে জলদাপাড়া বনবিভাগ।

    এখন থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি ও জিপসি সাফারি করতে হলে পর্যটকরা আগে আসার ভিত্তিতে বন দপ্তরের নির্দিষ্ট কাউন্টারে হাজির হয়ে উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে সাফারির টোকেন সংগ্রহ করতে পারবেন। যার ফলে ঘরে বসে বুকিং করার কোনও সুযোগ আর থাকছে না। জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, ‘যেহেতু আমরা সরাসরি ভাবে পর্যটকদের কাছ থেকে কোনও টাকা নিতে পারছি না, সেই জন্য আপাতত অনলাইন বুকিং পদ্ধতি বন্ধ করে দেওয়া হল।’

  • Link to this news (এই সময়)