• বইমেলা। বাড়ি হেলা। শুভেন্দুর দিল্লি চলা। ট্রাম্পের ঝোলা। জ়িনতের পথভোলা প্রেমিক... আর কী কী
    আনন্দবাজার | ২৮ জানুয়ারি ২০২৫
  • ডোনাল্ড ট্রাম্পের ঝুলি থেকে আর কোনও নতুন ‘বেড়াল’ বেরোবে কি? দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েই একের পর এক ‘চমক’। কখনও গ্রিনল্যান্ড দখলের কথা। কখনও বিভিন্ন দেশকে অনুদান বন্ধের ঘোষণা। কখনও দুই লিঙ্গপরিচয়েই আমেরিকার নাগরিকদের বেঁধে রাখার মতো নির্দেশ। কখনও নতুন অভিবাসন নীতি। আমেরিকার ভিতরে বাইরে এখন প্রতি দিনই ট্রাম্পকে নিয়ে কৌতূহল, সংশয় বা আতঙ্ক।

    আতঙ্ক যাচ্ছে না জ়িনতের প্রেমিককে নিয়েও। বাঁকুড়ার জঙ্গলে গ্রামের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে পথ হারিয়ে ফেলা বাঘ। ভয় ধরেছে কলকাতার মনেও। যে ভাবে একের পর এক বহুতল হেলে পড়ার চিত্র ধরা পড়ছে শহরের নানা প্রান্তে, তাতে চিন্তিত হয়ে পড়েছে পুরসভাও। এ সবের মধ্যেই আজ শুরু হতে চলেছে বইপ্রেমীদের প্রিয় মেলা।

    আজ শুরু হতে চলেছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৩ দিন ধরে মেলা চলবে। শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। বইপ্রেমীদের যাতে সুবিধা হয়, সে জন্য নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই ক’দিনের জন্য থাকছে বাড়তি সরকারি বাস এবং মেট্রো।

    কেন এমন হচ্ছে? এর থেকে মুক্তির উপায় কী? একের পর এক বাড়ি হেলে পড়ার ছবি আশঙ্কিত করে তুলছে কলকাতা শহরের বাসিন্দাদের। পুরসভা নজর রাখছে পরিস্থিতির দিকে। বিষয়টি ভাবাচ্ছে বিশেষজ্ঞদেরও। এই মুহূর্তে প্রতিদিনই নজর থাকছে এই সংক্রান্ত খবরের দিকে।

    গত চার-পাঁচ দিন ধরে জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে ঝাড়খণ্ড থেকে আসা একটি বাঘ। বন দফতর সূত্রে খবর, বর্তমানে বাঘটি বাঁকুড়ার বাগডুবি গ্রাম লাগোয়া জঙ্গলে রয়েছে। স্থানীয়দের দাবি, বারো মাইলের জঙ্গল এবং মহাদেবসিনান গ্রামের অদূরে জঙ্গলেও তাকে দেখা গিয়েছে। তা নিয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। বাঘের আতঙ্কে কাজকর্ম হারাতে বসেছেন জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার মানুষ। এই আতঙ্ক থেকে কবে মুক্তি পাবে বাঁকুড়াবাসী, এখন তা-ই দেখার।

    ছত্তীসগঢ়, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের পর দিল্লির বিধানসভা নির্বাচনে প্রচার যাচ্ছেন বিজেপি নেতা তথা রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে তিনি রাজধানীর উদ্দেশে রওনা হচ্ছেন। সারাদিন প্রচারের পর রাতে দিল্লিতে থাকার কথা তাঁর। বুধবার সকাল থেকে প্রচারের পর সন্ধ্যায় কলকাতা ফিরে আসবেন তিনি। শুভেন্দু ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে প্রচারে গিয়েছেন অগ্নিমিত্রা পাল-সহ আরও কয়েকজন বিধায়ক।

    মাঘের মাঝামাঝি সময়েও জাঁকিয়ে শীতের দেখা নেই। সোমবার আগের দিনের তুলনায় রাজ্যে তাপমাত্রা কিছুটা কমেছে। মঙ্গলেও পারদপতন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার পরে রাজ্য ছেড়ে বিদায় নিতে পারে শীত। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে রাজ্যে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে।

    প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপে বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন দেশ থেকে আমেরিকায় অভিবাসী নাগরিকদের সরানোর প্রক্রিয়া চলছে। সেই তালিকায় রয়েছেন বহু ভারতীয়ও। বিভিন্ন শহরে অবৈধ অভিবাসীর খোঁজ করছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে কলম্বিয়া সরকারের সঙ্গে ‘সংঘাতে’ও জড়ান আমেরিকার প্রেসিডেন্ট। অভিবাসীবোঝাই আমেরিকান বিমান প্রথমে নিজেদের দেশের মাটিতে নামতে দিতে নারাজ ছিল কলম্বিয়ার সরকার। তার পরই কলম্বিয়াকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেই হুঁশিয়ারির পর কিছুটা সুর নরম করে কলম্বিয়া। আমেরিকার বিমান ফেরত না-নিলেও অভিবাসীদের ফিরিয়ে নিয়েছে তারা। অন্য দিকে, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশকে এত দিন উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত ইউএসএইড, তা বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন। আজ নজর থাকবে আমেরিকার সেই সব খবরে।

  • Link to this news (আনন্দবাজার)