• দু’টি বাসের রেষারেষিতে মহিলার মৃত্যু
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • এই সময়, আমতা: বাসের রেষারেষি বন্ধে অ্যাপ তৈরি করেছে রাজ্য। কোথায় কী! ফের দু’টি বাসের রেষারেষির শিকার এক মহিলা। আত্মীয় মারা গিয়েছেন, তাঁকে শেষবার দেখতে গিয়ে দু’টি বাসের রেষারেষিতে মারা গেলেন ওই মহিলা। সোমবার চন্দ্রপুর পুলিশ ফাঁড়ির পানপুরের সংলগ্ন দশ নম্বর পোলের কাছে। মৃতার নাম হালিমা বেগম (৪৫)। বাড়ি জগৎবল্লভপুর থানার জালালসি বাগানবাড়ি এলাকায়। হালিমার মেয়ের বাড়ি ডোমজুড় থানার বাঁকড়ায়। মেয়ের শ্বশুর মারা গিয়েছেন খবর পেয়ে হালিমা বাস ধরতে আমতা রানিহাটি রাজ্য

    সড়কের দশ নম্বর স্টপেজের কাছে অপেক্ষা করছিলেন। তখন আমতা-এয়ারপোর্ট, ঝিকিরা-হাওড়া বাসদু’টি যাত্রী তোলার জন্য রেষারেষি করছিল। স্টপেজের কাছে এসে একটি বাস অন্য বাসকে টেক্কা দিতে গেলে দু’টি বাসের মাঝে পড়ে পিষ্ট হয়ে যান হালিমা। রক্তাক্ত হালিমাকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    দুর্ঘটনার কারণে রাজ্য সড়কে যানজট তৈরি হয়। পুলিশ এসে বাস দু’টিকে আটক করে থানায় নিয়ে যায়। এই প্রসঙ্গে তৃণমূল নেতা অমল পালের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বাসগুলি তীব্র গতিতে রেষারেষি করে যাতায়াত করে থাকে। এই ব্যাপারে বহু বার বাসের মালিকদের বলা সত্ত্বেও কোনও ফল মেলেনি।

  • Link to this news (এই সময়)