• বাগুইআটির প্রোমোটারকে নিরাপত্তা দিতে হবে, বিধাননগরের সিপিকে নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • বাগুইআটির প্রোমোটারকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে। এমনকী, আদালত চত্বরে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই ঘটনায় প্রোমোটার কিশোর হালদারের নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কিশোর হালদার। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে ওই নির্দেশ দেন।

    প্রোমোটারের অভিযোগ, বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সমরেশ চক্রবর্তী তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলা চান। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ফোন করে হুমকি দেওয়া হতো। টাকা না দেওয়ায় গত ডিসেম্বরে ওই প্রোমোটারের উপর হামলা হয় বলে অভিযোগ।

    আদালতে কিশোর জানান, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, ওই প্রোমোটারের নিরাপত্তার জন্য দু’জন পুলিশ কর্মীকে মোতায়েন করতে।

  • Link to this news (এই সময়)