কলকাতা-বিধাননগরের পর এবার দক্ষিণ দমদম পুরসভায় হেলে পড়ল আবাসন ...
আজকাল | ২৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবার দক্ষিণ দমদম পুরসভায় হেলে পড়ল বহুতল আবাসন। এই পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪৭ দক্ষিণদাড়িতে হেলে পড়ল একটি পাঁচতলা আবাসন। পাশের একটি বাড়ির উপর হেলে পড়ার জন্য আতঙ্কিত ওই বাড়ি এবং আবাসনের বাসিন্দারা। উল্লেখ্য, এর আগে কলকাতা এবং বিধাননগর পুরসভা এলাকাতেও বাড়ি হেলে পড়ার একাধিক ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় একাধিক বেআইনি বাড়ি তৈরি হয়েছে। এমনকী কলকাতা হাইকোর্টের তরফে বেআইনি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ এলেও সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার এই ঘটনার পর স্থানীয়রা জানান, বৈধ কোনও প্ল্যান ছাড়াই এই বাড়ি তৈরি করা শুরু হয় এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁদের দাবি, নজরদারির অভাবেই বাড়ি নির্মাণের কাজ পুরোপুরি হয়ে যায়।
হেলে পড়া আবাসনের বাসিন্দাদের আশঙ্কা, শেষপর্যন্ত যদি পুরসভা বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় তবে তাঁদের মাথার উপর ছাদটুকু চলে যাবে। যা তাঁরা সারাজীবন সঞ্চয় করে কিনেছিলেন।