আজকাল ওয়েবডেস্ক: প্রায় নিত্যদিনই বসে মদের আসর। ছেলেমেয়েদের হইহুল্লোড়, রাতভর পার্টিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা নিউ জিএস কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম কর্মকার নামে এক ব্যাক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি ভাড়া দেন পানশালার নর্তকীদের। সেই বাড়িতে প্রতি রাতে মদের আসর বসে। গভীর রাত পর্যন্ত চলে হইহুল্লোড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন এই ধরনের ঘটনায় নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। সমস্যা হচ্ছে প্রতিবেশীদের।
জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকারই বাসিন্দা বাবলু চক্রবর্তী নামে এক প্রৌঢ় এই ঘটনার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে মাথা ফাটে প্রৌঢ়ের। কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান। এরপরই এলাকাবাসীরা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশও। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।
বাকিরা গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, পুলিশ এসে ওই বাড়ি থেকে মদের বোতল, গ্লাস, চানাচুর উদ্ধার করেছে। কাউন্সিলর নির্মল চক্রবর্তী জানিয়েছেন, তাঁর ওয়ার্ডে এই ধরনের অসামাজিক কাজ চলছে বলে খবর ছিল না। অভিযোগ, বাড়তি টাকার লোভে পানশালার নর্তকীদের এই ঘর ভাড়া দিত কিছু লোক। ঘটনার সময় অন্তত সাত আটজন ছিল সেখানে। পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।