• ‘চল বিস্কুট কিনে দেব’, সম্পর্কে বাধা প্রেমিকার ছেলেকে খুন, ৮ বছর পর হবে সাজা ঘোষণা ...
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৫
  •  

    মিল্টন সেন, হুগলি: বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে খুন। প্রেমিকার নাবালক ছেলেকে খুন করে রেললাইনের পাশে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনা ২০১৭ সালের। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। সাজা ঘোষণা হবে বুধবার। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলি তিন নম্বর কৃষ্ণপুর এলাকার এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ব্যান্ডেল লিচু বাগানের বাসিন্দা অরবিন্দ তাঁতির। বিবাহবিচ্ছিন্না ওই মহিলা বাপের বাড়িতে থাকতেন। সেখানে অবাধ যাতাযাত ছিল অরবিন্দর।  তবে সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রেমিকার বছর এগারোর ছেলে। যা নিয়ে মা ও ছেলে, দুজনের অশান্তি লেগেই থাকত। 

    ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ৭ জানুয়ারী। বিস্কুট কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে সৌম্যজিৎকে শ্বাস রোধ করে খুন করে অরবিন্দ। তারপর মৃতদেহ হুগলি স্টেশন লাগোয়া এলাকায় মন্দিরের পাশে ফেলে দেয়।

    নাবালকের মা পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রসেনজিৎ ঘোষ। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন তিনি। তদন্ত করে যথাযথ তথ্য প্রমান তিনি দাখিল করেন আদালতে। মামলার সরকারী আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য। এদিন তিনি জানিয়েছেন, মামলায় মোট ১৭ জনের সাক্ষ গ্রহন করা হয়েছে। এদিন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন।
  • Link to this news (আজকাল)