আজকাল ওয়েবডেস্ক: জমি দখলকে কেন্দ্র করে বোমা ও গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল নবাবনগরী লালবাগ। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দু'দল দুষ্কৃতী একে অপরের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার সময় বেশ কয়েকটি বোমাও নিক্ষেপ করা হয় বলে স্থানীয়দের দাবি। যে জমি ঘিরে এই সংঘর্ষ সেটি সরকারি বলে জানা গিয়েছে।
রাতেই ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ পুলিশের বিশাল বাহিনী। জানা গিয়েছে, এলাকা থেকে পাঁচটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধারের সঙ্গে অশান্তি ছড়ানোর দায়ে লালবাগ-গুধিয়া'র বাসিন্দা জনৈক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এসডিপিও (লালবাগ) অকলকার রাকেশ মহাদেব জানিয়েছেন, 'ধৃতের থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। সরকারি জমি কাউকেই দখল করতে দেওয়া হবে না।' এর পাশাপাশি সংঘর্ষে একজন গুরুতর জখম হয়েছে বলে জানা যায়। তবে জখম ব্যক্তির কোনও সন্ধান এখনও পুলিশ পায়নি।
লালবাগে রাজ্য সরকারের বিচার বিভাগের অধীনে মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজারের নিয়ন্ত্রণে শহর জুড়ে রয়েছে নবাবী আমলের বহু সম্পত্তি। অভিযোগ, সম্প্রতি কিছু দুষ্কৃতী ওই জমি বেআইনিভাবে দখল ও বিক্রির চেষ্টা চালাচ্ছে। যেই জমি ঘিরে এই সংঘর্ষ সেই জমিটিও দখলদারির জন্য পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার বলেন, 'বাইরের কিছু লোক লালবাগ শহরের সরকারি জমি দখলের চেষ্টা চালাচ্ছে।' লালবাগের মহকুমা শাসক বনমালি রায় জানান, 'সরকারি জমি দখলমুক্ত করতে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হবে।'