বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু দুই শ্রমিকের, আতস কাঁচের তলায় সংস্থার ভূমিকা ...
আজকাল | ২৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্জ্য মিশ্রিত জলে পড়ে দুই শ্রমিকের মৃত্যু। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার পারুলিয়ার কাছে। মৃত আকাশ বাদ্যকর (২৫) কাঁকসার জামবনের এবং অনুপ সরকার (২৬) মালদহের বাসিন্দা বলে জানা গিয়েছে। দু'জনেই ঠিকা শ্রমিক হিসেবে কাজ ওই সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘটনায় আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে অন্যদিনের মতো কাজে যোগ দেন ওই দুই যুবক। আচমকাই জলে পড়ে যান আকাশ। তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন অনুপ। ওই জলে দড়ি ফেলে তাঁদের বাঁচাতে এগিয়ে যান আরও তিন শ্রমিক। কিন্তু রাসায়নিক মিশ্রিত গ্যাসের গন্ধে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর অবস্থার অবনতি হলে আকাশ ও অনুপকে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। জামবনের বাসিন্দা সন্তু রায়ের অভিযোগ, গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।