আজকাল ওয়েবডেস্ক: জঙ্গলে বিকট আওয়াজ শুনে চমকে যান এক গৃহবধূ। তারপর থেকেই মাঝেমধ্যে আওয়াজ শুনতে পাচ্ছেন। কেউ কেউ নাকি বাঘের মতো ডোরাকাটা দাগওয়ালা একটি বন্যপ্রাণকেও দেখেছেন। যা এর আগে এলাকায় কেউ কখনও দেখেননি। তারপর থেকেই ভয়ে কাঁটা জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকার হাজারো বাসিন্দা।
স্থানীয়দের দাবি, সোমবার রাতে মশাল জ্বালিয়ে গ্রাম পাহারা দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা শেখ সিকান্দারের দাবি, 'তিনি এবং এলাকার কয়েকজন বাঘ দেখেছেন! সিকান্দার বলেন, চায়ের দোকানে বসে ছিলাম। তখনই দেখি বাঘ। এলাকার মানুষজনকেও ডেকে দেখাই। আমরা আতঙ্কে রয়েছি। এলাকায় কখনও বাঘের দেখা মেলেনি। এই প্রথম। সবাই রাতে মশাল জ্বালিয়ে গ্রাম পাহারা দিয়েছি।'
বাঘ বের হওয়ার খবরে রাস্তা দিয়ে পড়তে যেতে ভয় পাচ্ছে শিশুরা। অভিভাবকরা বাড়ি থেকে তাঁদের সন্তানদের বেরতে দিচ্ছেন না। এলাকার মানুষজন বিষয়টি জানিয়েছেন স্থানীয় জগৎবল্লভপুর থানায়। এই প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় গিয়ে সমস্তটা দেখে বন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। বন দপ্তরের তরফে খাঁচা পাতা হয়েছে।
বন দপ্তরের এক আধিকারিক বলেন, 'বাঘ নয় এটা আমরা নিশ্চিত। হতে পারে বাঘরোল। তবে গ্রামবাসীদের কথা ভেবে খাঁচা পাতা হয়েছে। আমরাও নজরদারি চালাচ্ছি। পাশাপাশি তাঁদের বোঝানোর চেষ্টা করছি যাতে বাঘের আতঙ্ক ভুলে সুস্থভাবে জীবনধারণ করেন। এ বিষয়ে সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে।'