ডিজিটালের যুগেও বইমেলায় রেকর্ড ভাঙা ভিড় হতে পারে, উদ্বোধনে এসে বললেন মমতা
আজকাল | ২৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুরু হল ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আজ, মঙ্গলবার বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুরপ্রধান, লেখক এবং শিল্পী। দেশের মধ্যে কলকাতা বইমেলাকেই 'সেরা' বলে জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রীর বলেন, 'আমি ফ্রাঙ্কফুর্ট বইমেলাও দেখেছি। কিন্তু দেশের মধ্যে সেরার সেরা হল কলকাতা বইমেলা। এই বইমেলা আমাদের গর্ব। বইমেলা, আমাদের হৃদয়ের উৎসস্থল থেকে উৎসারিত এক সরণি। এই মেলাকে আমরা বলি বইবৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে, নিঃশব্দে, কখনও পাতার শব্দ শুনি। অন্যদিকে বই কথা বলে, বই কিন্তু দেখতে পায়।'
ডিজিটালের যুগেও বই বিক্রির হার এবং মেলায় রেকর্ড ভাঙা ভিড় নিয়ে আশাবাদী মমতা। তাঁর কথায়, 'যতই ডিজিটাল আসুক, জনপ্রিয় হোক, বই কিন্তু কেউ ভুলতে পারবেন না। যে বাড়িতে বই সাজানো থাকে না, কীরকম যেন লাগে। বই সাজানোর জন্য নয়, হৃদয়ের ডেকোরেশনের জন্য। তাই বইমেলাকে এত ভালবাসি।'
তাঁর আরও বক্তব্য, 'সামনেই সরস্বতী পুজো আসছে। এই সময়েই মেলা কমিটি ঠিক করে, মায়ের আরাধনার পাশাপাশি বইয়ের উপাসনা যেন এখানে হয়। ডিজিটালের যুগ হলেও গতবছর এরা ব্যবসা করেছিল প্রায় ৩০ কোটি টাকার বেশি। ২৭ লক্ষের বেশি মানুষ মেলায় এসেছিলেন। আমার মনে হয় এবছর সেটা ৫০ লক্ষ, এক কোটিও পার করতে পারে।'