• বাইরে থেকে বাংলায় অপরাধীরা আসছে? শিয়ালদা অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশ বলল...
    আজ তক | ২৮ জানুয়ারি ২০২৫
  • শিয়ালদায় অস্ত্র উদ্ধারের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। কলকাতায় কি তা হলে অপরাধের কারবার বাড়ছে? বাংলায় কি বাড়ছে অপরাধীদের আনাগোনা? এই নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। 

    সোমবার রাতে শিয়ালদায় বৈঠকখানা রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ওই অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে খবর। এই ঘটনায় কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    ভিনরাজ্যের অপরাধীরা কীভাবে এ রাজ্যে এসে থাকছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলা কি তাহলে অপরাধের আখড়ায় পরিণত হচ্ছে? এই প্রসঙ্গে মঙ্গলবার লালবাজারে এক সাংবাদিক বৈঠকে কলকাতার নগরপাল বলেন, 'বাইরে থেকে শুধু বাংলাতেই অপরাধীরা আসছে, এটা ঠিক নয়।' কলকাতায় যেভাবে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, তা কীভাবে রোখা যাবে, সে প্রশ্নের জবাবে কলকাতার সিপি বলেন, 'কীভাবে আমরা কাজ করি সেটা বলা মুশকিল। বাইরে থেকে কীভাবে নজরদারি রাখা হবে, ভাড়া বাড়িতে কারা থাকছেন, নজরদারি কীভাবে করা হবে, তা নিয়ে আলোচনা করা হয়। সেই মতো পদক্ষেপ করা হয়।'

    এদিন সাংবাদিক বৈঠকে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার জানান, ধৃতরা ২ দিন আগে কলকাতায় আসে। একটি লজে ছিলে তারা। ডাকাতির উদ্দ্যেশে এসেছিল। এক জনের কাছ থেকে রেলের টিকিট পাওয়া গিয়েছে। তবে কোনও নথি পাওয়া যায়নি। রুকেশ সাহনিই চক্রের পান্ডা বলে জানানো হয়েছে। 
     
  • Link to this news (আজ তক)