নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জিমন্যাস্টিকের কোচ হিসেবে নিজেদের তুলে ধরতে ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্স চলছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারে। বিভিন্ন রাজ্য থেকে আসা মোট ৩৬ জন এই কোর্সে অংশ নিয়েছেন। বেঙ্গালুরু থেকে এসেছেন পরীক্ষক। সাইয়ের জলপাইগুড়ি সেন্টারের মুখ্য জিমন্যাস্টিক কোচ রঞ্জিতকুমার দাস বলেন, “এই কোর্সের ফলে যে শংসাপত্র মিলবে, তা জিমন্যাস্টিকের কোচ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রথম ধাপ হিসেবে কাজ করবে। যদি কেউ জিমন্যাস্টিক সেন্টার খুলতে চান কিংবা স্কুলে জিমন্যাস্টিক কোচ হিসেবে যুক্ত হতে চান, সেক্ষেত্রে এই সার্টিফিকেট কাজে লাগবে।” তিনি আরও বলেন, “সাইয়ের জলপাইগুড়ি সেন্টারে জিমনাস্টিকের পরিকাঠামো যথেষ্ট ভাল। এ নিয়ে আরও বেশি প্রচার হলে প্রচুর ছেলেমেয়ে জিমন্যাস্টিকে যুক্ত হতে পারবে। সে ক্ষেত্রে তাঁরা বিভিন্ন চাকরি পাওয়ার ক্ষেত্রে, কিংবা খেলাধুলার জগতে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাবে বলে মনে করেন প্রশিক্ষক থেকে পরীক্ষক প্রত্যেকেই।”