• সইফ কাণ্ডে নদিয়ায় হানা মুম্বই পুলিশের, ফিরতে হল খালি হাতে
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জানুয়ারি ২০২৫
  • অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনার তদন্তের জন্য এবার পশ্চিমবঙ্গে এলেন মুম্বই পুলিশের দল। ধৃত হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদের মোবাইল ফোনের সিমকার্ডের সূত্র ধরে খুকুমণি নামে এক তরুণীর হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তাঁর খোঁজে রবিবার সারাদিন কলকাতা ও উত্তরবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি চালায় তাঁরা। এরপর রাতের দিকে তাঁরা যান নদিয়ার চাপড়ায়। তবে খুকুমণি বা তাঁর পরিবারের খোঁজ পাওয়া যায়নি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরিফুলের মোবাইল ফোনের সিমকার্ড খুকুমণি নামে এক তরুণীর আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল। কে এই খুকুমণি তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, ওই তরুণী চাপড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ। খুকুমণির পরিবারের খোঁজ করতেই রবিবার রাতে চাপড়া থানার আন্দুলিয়ায় যায় তদন্তকারীরা। আধার কার্ডের ঠিকানা অনুযায়ী ঘটনাস্থলে গেলেও সেখানে খুকুমণির কোনও খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে সেই ঠিকানায় অন্য কেউ থাকেন। তাঁকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। তিনি মুম্বই পুলিশকে জানিয়েছেন যে তিনি খুকুমণি নামের কাউকে চেনেন না। জিজ্ঞাসাবাদের পরে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

    জেলায় এসে তদন্তের পর সোমবার সকা‍লে চাপড়া থেকে ফিরে গিয়েছে মুম্বই পুলিশের দল। তবে তারা খুকুমণি বা তাঁর বাবার খোঁজ পায়নি। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান। সইফ আলি খানের উপর হামলার ঘটনার তদন্তে নদিয়ায় এসেছিল মুম্বই পুলিশের তদন্তকারী দল। জেলা পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল। জেলা পুলিশ সহযোগিতা করেছে।

    তবে খুকুমণি এবং জাহাঙ্গিরের খোঁজ পাওয়া যায়নি। যে দোকানটি থেকে সিমকার্ড বিক্রি করা হয়েছিল বলে মুম্বই পুলিশ দাবি করেছে, সেই দোকানটিও চার বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। মুম্বই পুলিশ নিজেদের মতো করে তদন্ত করছে। এক জনকে জিজ্ঞাসাবাদও করেছে। কিন্তু সেই অর্থে কিছু পাওয়া যায়নি। পরে মুম্বই পুলিশের তদন্তকারী দল ফিরে গিয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)