‘সাফল্যে গর্বিত হলেও এটি আত্মবিশ্লেষণের সময়’, সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দেশ জুড়ে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। এদিন সাত সকালে অভিষেক সমাজমাধ্যমে লেখেন, ‘৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি দেশ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এই জাতি গঠনের প্রাণপুরুষদের দর্শন—যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের উপর। এটি সেই দিন যেখানে আমরা সংবিধানে সংবলিত আদর্শের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা সেই আদর্শ মেনে কতটা উন্নীত হতে পেরেছি তা নিয়ে বিশ্লেষণও করি।’ এরপরই সাংসদের বক্তব্য, ‘আমরা যেমন আমাদের সাফল্যে গর্বিত, তেমনই এটা আত্মবিশ্লেষণ এবং আত্মদর্শনেরও সময়। আমাদের গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের অন্তর্ভুক্তিকরণ এবং অর্থনীতির স্বচ্ছতায়। আমাদের অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে নিই যাতে এমন এক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যা শুধু শক্তিশালী নয় সহানুভূতিশীলও বটে। শুধু সমৃদ্ধশালী নয়, অন্তর্ভুক্তিকরণেও বিশ্বাসী হবে।
অভিষেক বন্দোপাধ্যায়ের আরও সংযোজন, ‘সামনের পথ বাধা মুক্ত নয়। কিন্তু আমরা একসঙ্গে থাকলে এমন এক ভারত তৈরি করতে পারি যা প্রতিফলিত করবে সেই সকল মানুষের স্বপ্নকে, যাঁরা আমাদের এই সংবিধান দিয়েছেন। ৭৬তম সাধারণতন্ত্র দিবস কেবল উৎসবের নয়, পাশাপাশি এটা দায়িত্বেরও আহ্বান।’ আদতে অভিষেক তাঁর এক্স-বার্তার মাধ্যমে কেবল ইতিবাচক সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দেননি, সেই সঙ্গে পরোক্ষ আক্রমণ শানিয়েছেন মোদি জমানার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকেও। সমসাময়িক কালে যখন দেশের সংবিধান প্রশ্নের মুখে, তখন প্রজাতন্ত্র দিবসেই সংবিধান ও তার নীতিগুলিকে আবারও স্মরণ করে নেওয়ার আহ্বান জানিয়ে আত্মবিশ্লেষণের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক।