প্রসেনজিত্ সরদার: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার মালঞ্চ পদ্মপুকুর এলাকায় একটি প্লাস্টিক ও কাচ তৈরির কারখানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল এক শ্রমিকের। আহত আরও এক শ্রমিক। এনিয়ে উত্তেজনা তৈরি হয়েছেন এলাকায়। স্থানীয় মানুষজনের দাবি, ওই কারখানা অবৈধভাবে চালানো হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানায় কাজ করার সময় বিহারের ২ শ্রমিক দুর্ঘটনার শিকার হন। কাচ তৈরির সময় ওভেনে পড়ে গিয়ে কেমিক্যালের গন্ধে শ্বাসরোধ হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিককে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এলাকার মানুষজন জানিয়েছেন, কারখানাটি সম্পূর্ণভাবে অবৈধ এবং এর কোনও বৈধ নথিপত্র নেই বলে অভিযোগ । প্লাস্টিক ও ফাইবার পুড়িয়ে কেমিক্যাল দিয়ে কাচ তৈরি করার সময় পরিবেশ ও শ্রমিকদের জীবনের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা অবিলম্বে কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়। তদন্ত শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কারখানার বৈধতা, নিরাপত্তার ব্যবস্থা এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা কারখানাটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।