জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবার গরহাজির ছিলেন। বিধানসভায় বাজেট অধিবেশনে এবার রাজ্যপাল? 'রাজ্যপালকে আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা আমরা রেখেছি', জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
নতুন কিছু নয়। বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয় বাজেট অধিবেশন। বস্তুত, সেই ভাষণের উপর চলে আলোচনাও। কিন্তু গতবার বাজেট অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের যুক্তি ছিল, আলাদা কোনও অধিবেশন নয়। চলতি অধিবেশনে যেহেতু বাজেট পেশ করা হচ্ছে, সেকারণেই রাজ্যপাল আমন্ত্রণ জানানো হয়।
এবছর ১০ ফ্রেরুয়ারি বিধানসভা বাজেট অধিবেশন। স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, 'ওনাকে আমন্ত্রণ জানাব, যাতে সেদিন এসে আমাদের এখানে বক্তব্য় রেখে যান। রীতি মেনে বক্তব্য়ের উপর আলোচনা হবে। তারপর বাজেট পেশ হবে। যেমন হয়, তেমনই হবে'।
সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ, 'অনেকদিন পরে রাজ্যপালের নাম শুনলাম। লোকে ভুলে গিয়েছে, আমাদের রাজ্যের একটা রাজ্যপাল আছে। ওটা কেন গুরুত্ব দেব! কত বড় জায়গা, ভাল মিউজিয়াম হবে, একটা লোককে পুষতে এত বড় জায়গা লাগে'।
এর আগে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন সংঘাত চরমে পৌঁছেছিল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষপর্যন্ত জট কেটেছে। স্থায়ী উপাচার্যে পদে মুখ্যমন্ত্রীর দেওয়ার নামেই শিলমোহর দিয়েছেন রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠকের পর রাজভবনে তরফে বার্তা দেওয়া হয়, 'আমরা হয়তো বিভক্ত ছিলাম, কিন্তু আমরা একই গাছের ডালের মতোই যুক্ত। যে দুটো ডাল একে অপরের দিকে প্রসারিত'!