নজরে ছাব্বিশের ভোট, ফেব্রুয়ারির শেষে দলের বর্ধিত সভা ডাকছেন মমতা
প্রতিদিন | ২৮ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। রাজ্যের শাসকদলের কাছে একাধিক ক্ষেত্রে তা বিশেষ গুরুত্বপূর্ণ। আর তাকে পাখির চোখ করে এখন থেকেই প্রস্তুত হতে শুরু করেছে তৃণমূল। সূত্রের খবর, ২৬ বা ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই শুরুর দিকে এধরনের সাংগঠনিক সভা ডেকে দলের আশু কর্তব্য, নীতি, কর্মসূচি নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। এবারের বৈঠকে ছাব্বিশের রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা।
২০২৬-এর বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশে যখন বিজেপি বিরোধীদের নানাভাবে ব্যতিব্যস্ত করছে, সেখানে ২০২১-এ তো বটেই, চব্বিশের লোকসভা নির্বাচনেও বেশিরভাগ আসনে ঘাসফুল শিবিরের প্রতিনিধিত্ব বিজেপির মুখের উপর জবাব। আর তা সম্ভব হয়েছে একা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরন্তর সংগ্রাম আর দলকে লাগাতার উৎসাহ জোগানোয়। তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপির গোবলয়ের সংস্কৃতি মানুষ প্রত্যাখ্যান করেছে। তিনবারের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়েছেন। তারই ফসল ঘরে তুলেছে তৃণমূল। তাই পরবর্তী বিধানসভা ভোটে তার পুনরাবৃত্তিই শুধু নয়, আরও বড় মাত্রায় তৃণমূলের জয়যাত্রা হতে চলেছে বলে ইতিমধ্যে পূর্বাভাস দিতে শুরু করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। শীত শেষে সংগঠনকে বৈঠকের টেবিলে এনে সেই লড়াইয়ের ওয়ার্ম আপ শুরু করে দিতে চাইছেন মমতা।
মনে করা হচ্ছে, নেতাজি ইন্ডোরের বৈঠকে দলীয় নীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুশাসনের সঙ্গে কঠোর অনুশাসনে দলকে বেঁধে গোটা বছরের কর্মসূচি স্থির করে দিতে পারেন ময়দানে নেতা-কর্মীদের নামার বার্তা দেওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে তাঁর প্রধান হাতিয়ার হতে চলেছে একের পর এক সামাজিক-অর্থনীতির চেহারা বদলে দেওয়া সরকারি প্রকল্পের প্রচার, পরিষেবা, তার সঙ্গে উন্নত ও ততোধিক মজবুত সংগঠন তৈরির কৌশল, যা দিয়ে তিনি ২৬-এর বিধানসভা জয়ের ক্ষেত্র প্রস্তুত করবেন। সেখানেই তো চতুর্থবার তাঁর সরকার গঠনের হাতছানি।
উল্লেখ্য, এই বছরই তাঁর সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এর পরেরবার ‘ভোট অন অ্যাকাউন্ট’ করতে হবে তাঁকে। ফলে ছাব্বিশের ভোটের আগে রাজ্য বাজেটে কিছু জনমুখী ঘোষণাও থাকতে পারে। চতুর্থ জনতার সরকার গঠনের আগে যা অন্যতম ভূমিকা নিতে পারে।