• বিজেপিকে টক্কর দিতে দিল্লিতে আপের হয়ে প্রচার করবেন তৃণমূলের ২ বিহারী সাংসদ
    হিন্দুস্তান টাইমস | ২৮ জানুয়ারি ২০২৫
  • বিজেপিকে টক্কর দিতে এবার দিল্লির ভোট ময়দানে নামতে চলেছে তৃণমূলও। সেখানে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ক্ষমতা না থাকলেও ইন্ডি জোটের শরিক আপের হয়ে প্রচারে নামতে চলেছে তারা। দিল্লি বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী দলের হয়ে প্রচারে যাবেন বলে আগে থেকেই ঠিক করে রেখেছিল বিজেপি। তার পালটা ২ বিহারী সাংসদকে ময়দানে নামাতে চলেছে তৃণমূল।

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দিল্লি নির্বাচনে দলের হয়ে প্রচারে যাবেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ও বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। ২ বিহারীকে ময়দানে নামিয়ে দিল্লিতে বিহারী ভোট আপের পক্ষে টাকার মরিয়া চেষ্টায় রয়েছে তৃণমূল, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নয়া দিল্লি লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচার করবেন শত্রুঘ্ন সিনহা। আর কালকাজি কেন্দ্রের আপ প্রার্থী তথা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মারলেনার হয়ে প্রচার করবেন কীর্তি আজাদ। দিল্লি বিধানসভা নির্বাচনে সোমবারই বিজেপি প্রার্থী দুষ্মন্ত গৌতমের হয়ে প্রচার করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

    তবে তৃণমূলের দিল্লি অভিযানের বরাবরই করুণ পরিণতি হয়েছে। ২০১৪ সালের মার্চে লোকসভা ভোট ঘোষণা হওয়ার ঠিক আগে দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় হাজির থাকার কথা ছিল দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখ অন্না হাজারের। কিন্তু শেষ পর্যন্ত সভায় দেখা যায়নি তাঁকে। সভায় অনুপস্থিতি নিয়ে অন্না পরে বলেন, ‘সেখানে ৪ হাজার লোকও হয়নি। অথচ ওরা আমাকে হাজির হতে বলছে। এটা এক রকমের প্রতারণা।’ গত বছর রাজ্যের বকেয়া আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করে তৃণমূল। কিন্তু তার ফলও শূন্য। এখনও বকেয়ার এক টাকা দেয়নি মোদী সরকার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)