• দেখুন স্কুলের সরস্বতী পুজোর আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে!ভিডিয়ো দেখালেন সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ২৮ জানুয়ারি ২০২৫
  • স্কুল চত্বরে সরস্বতী পুজো করা নিয়েও এবার এক শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ। এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক। নদিয়ার নাগারুখরাতে একজন হিন্দু শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। তিনি স্কুল চত্বরে সরস্বতী পুজোর আয়োজন করছিলেন। সেকারণেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

    তোষামোদ ঠিক কোন জায়গায় গিয়েছে যে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের…আসল রূপটি ক্রমশ প্রকাশ্যে চলে এসেছে। দেখুন কীভাবে স্কুলের মধ্য়ে সরস্বতী পুজোর আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে। যে স্কুলকে শিক্ষার মন্দির বলে গণ্য় করা হয় সেখানে ইসলামিক মৌলবাদীরা হুমকি দিচ্ছে। ব্যর্থ হিন্দু বিরোধী মুখ্য়মন্ত্রী বাংলার মানুষ এবার আপনার কৌশল ধরে ফেলেছেন। তারা এবার দেখছেন কীভাবে আপনারা বাংলাকে গ্রেটার বাংলাদেশ হিসাবে গড়ে তুলছেন।

    এরপর তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োর বক্তব্যের সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সংবাদমাধ্য়মের সঙ্গে কথা বলার সময়তেই এক শিক্ষককে হুমকি দেন অপর এক যুবক। সংবাদমাধ্যমের সামনেই এক যুবক রীতিমতো হুমকি দেন এক শিক্ষককে। সামনে স্কুল পড়ুয়ারাও রয়েছে। তাদের সামনেই হুমকি দেওয়া হচ্ছে বলে সেই ভিডিয়োতে দেখা গিয়েছে।

    এরপর এক শিক্ষক বলেন, আলিমুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি আমাকে হুমকি দিয়ে বলেছেন, আমাকে ২৪ ঘণ্টার মধ্য়ে বদলি করে দেবে।

    গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনায় কার্যত বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)