টেন্ডার থেকে কত শতাংশ কাটমানি তুলতেন সন্দীপ ঘোষ? আদালতে বিস্ফোরক দাবি CBIএর
হিন্দুস্তান টাইমস | ২৮ জানুয়ারি ২০২৫
আরজি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় আদালতে রিপোর্ট পেশ করে সন্দীপ ঘোষের আরও একাধিক কুকীর্তি ফাঁস করল সিবিআই। রিপোর্টে সিবিআই জানিয়েছে, শুধু টেন্ডার থেকে কাটমানি খাওয়া নয়, আরজি কর হাসপাতালের একাধিক চিকিৎসকের কাছ থেকে তোলা তুলত সন্দীপ ঘোষ ও তার বাহিনী। আরজি কর মেডিক্যালে দুর্নীতির মামলায় এখনও জেলবন্দি রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আরজি কর মেডিক্যালের প্রাক্তন মেডিক্যাল সুপার আখতার আলির করা অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার শুনানিতে মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্টে সিবিআই জানিয়েছে, টেন্ডার দেওয়ার বিনিময়ে বিভিন্ন সংস্থার থেকে ৮ - ১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। আর এভাবেই আরজি কর হাসপাতালের ৭০ শতাংশের বেশি টেন্ডার পেয়েছেন বিপ্লব হাজরা ও সুমন সিংহ। এমনকী হাসপাতালে এখ খাতের টাকা অন্য খাতে খরচ করতেন তিনি। হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেও তোলাবাজি চালাত সন্দীপ ঘোষের বাহিনী। হাসপাতাল থেকে বদলি আটকানোর প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসকদের থেকে টাকা তুলতেন সন্দীপ ঘোষ। সন্দীপের হয়ে সেই টাকা তুলে বেড়াতেন আশিস পাণ্ডে। রিপোর্টে সিবিআই আরও জানিয়েছে, এই মামলায় তাদের তদন্ত প্রায় শেষের মুখে।
এদিন সিবিআইয়ের বক্তব্য শোনার পর বিচারপতি ঘোষ নিম্ন আদালতে এই মামলার দ্রুত শুনানি শুরু করতে বলেছেন। সঙ্গে যত দ্রুত সম্ভব শুনানি শেষ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনও চার্জশিট দিতে পারেনি সিবিআই। শুধুমাত্র দুর্নীতির মামলাতেই জেলবন্দি রয়েছেন তিনি।