• পাখির চোখ ২০২৬! ফেব্রুয়ারিতেই বড় মিটিং মমতার, মাঠে নামছে তৃণমূল
    হিন্দুস্তান টাইমস | ২৮ জানুয়ারি ২০২৫
  • সামনের বছরেই বিধানসভা ভোট। তার আগে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। কারণ ২০২৬এর বিধানসভা ভোট রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল ও বিজেপি উভয়ের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার শাসকদল একটু আগে থেকেই নেমে পড়ছে প্রস্তুতিতে। সূত্রের খবর, আগামী ২৬ বা ২৭শে ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক বৈঠক হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত থাকবেন সেই মিটিংয়ে। এবারের বৈঠকে আগামী দিনে দলকে কীভাবে আরও সংগঠিত করা হবে, কীভাবে দল আরও শক্ত ভিতের উপর দাঁড়াবে, পারস্পরিক দ্বন্দ্বগুলো যতটা সম্ভব কমিয়ে রাজ্যের সমস্ত আসনেই জেতা যায়  সেব্যাপারে নেত্রী পরামর্শ দিতে পারেন। 

    ২০২৬ এর বিধানসভা ভোট। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির কাছে। তবে রাজনৈতিক মহলের মতে, এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না শাসকদল। কারণ ২০২১ সালে সামগ্রিক পরিস্থিতি ব্যপক চাপে পড়ে গিয়েছিল শাসকদল। পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল যে দলে দলে তৃণমূলের একাধিক নেতা গেরুয়া শিবিরে চলে যাচ্ছিলেন। এতে অস্বস্তি বেড়েছিল শাসকদলের। এমনকী শাসকদলের একাংশও মানসিকভাবে কিছুটা হতাশার মধ্য়ে পড়ে গিয়েছিল। তার সঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তি ক্রমশ বেড়েছিল। সব মিলিয়ে অস্বস্তি একেবারে চরমে উঠেছিল। 

    এবার আগাম মাঠে নামছে শাসকদল। তবে এর আগেও ফেব্রুয়ারি মাসে এই ধরনের মিটিং করেছেন নেত্রী। তবে এবারের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,  কারণ সামনেই ২০২৬ এর ভোট। 

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আরজিকরের ঘটনার পরেই মারাত্মক সমস্য়ায় পড়ে গিয়েছিল শাসকদল তৃণমূল। তবে দিন যত এগিয়েছে ততই ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছে তৃণমূল। যে জুনিয়র ডাক্তাররা সেই সময় আন্দোলনে নেমেছিলেন তাঁদের অনেকেই এখন শাস্তির মুখে। নানাভাবে চাপে পড়েছেন তারা। এদিকে বিগতদিনে দুর্নীতির অভিযোগ যে নেতারা জেলবন্দি ছিলেন তাদের অনেকেই এখন জামিনে মুক্ত।  আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডারের জেরে বঙ্গবাসীর মন জয় করে ফেলেছে শাসকদল। এদিকে একদিকে যখন তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়েছে তখন ক্রমেই দুর্বল হয়েছে বিজেপি। সেক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই স্বস্তিতে রয়েছে তৃণমূল। 

    তবে তৃণমূল বরাবরই আত্মতৃপ্তিতে ভুগতে রাজি নয়। বামেরা যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তা থেকে শিক্ষা নিয়েছে তৃণমূল। সেকারণে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না শাসকদল। এবার নেতাজি ইন্ডোর থেকে নেত্রী কী বক্তব্য পেশ করেন সেটাই এখন দেখার। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)