২৬ জানুয়ারি দেশ জুড়ে পালিত হয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এ দিন দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশ নিয়ে বাংলার নাম উজ্জ্বল করলেন মেদিনীপুরের বাসিন্দা বর্ণিক কানুনগো। তিনি বর্তমানে গুজরাট গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের ডিফেন্স এন্ড স্ট্রাটেজি স্টাডি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গিয়েছে, বর্ণিকের অনুপ্রেরণা তাঁর মা কবিতা দাস কানুনগো। তিনি বর্তমানে পূর্ব বর্ধমান জেলার মহিলা থানার আইসি। ২০১৪ সালে তিনি চিফ মিনিস্টার মেডেল পেয়েছিলেন বেস্ট ইনভেস্টিগেশনের জন্য। পাশাপাশি ২০২২ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল পেয়েছেন তিনি।
এ দিন দিল্লিতে ছেলের প্যারেড দেখতে উপস্থিত ছিলেন বাবা বাসব কানুনগো। তিনি জানিয়েছেন, ছেলেবেলা থেকেই স্কুলে প্যারেডে অংশ নিতেন বর্ণিক। এর পর গুজরাটে গিয়ে এনসিসি-তে যোগ দেন তিনি। পাঁচ মাস ধরে প্রশিক্ষণের পর দিল্লিতে কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পান বর্ণিক। আরও জানা গিয়েছে, এনসিসি-র বিভিন্ন উইংস থেকে ১২৪ জন অংশ নিয়েছিলেন ওই কুচকাওয়াজে। তার মধ্যে অন্যতম বর্ণিক।
অন্যদিকে, মা কবিতা জানিয়েছেন, ‘ওই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ ছিল। কিন্তু, আমি যেতে পারিনি। ওর বাবা গিয়েছিলেন।’ ছেলের দিল্লিতে গিয়ে কুচকাওয়াজে অংশ নেওয়ায় খুশি পরিবার।