ফের গুলি চলল মালদায়। মদ খাওয়ার আসরে কথা কাটাকাটি থেকে চলল গুলি। ঘটনাস্থলেই মৃত্যু এক ব্যক্তির। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৈষ্ণবনগর থানার অন্তর্গত বীরনগর গ্রাম পঞ্চায়েতের রাধানাথটোলায়।
জানা গিয়েছে নিরঞ্জন দাস নামে ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে এ দিন মদের আসর বসেছিল। নিরঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর দুই বন্ধু...প্রদীপ কর্মকার এবং নিমাই ঘোষ। মত্ত অবস্থায় সামান্য কিছু বিষয় নিয়ে নিমাইয়ের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন প্রদীপ ও নিরঞ্জন। নিমাইয়ের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে সেটি বের করে সে, বাকি দু’জনকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপ কর্মকারের। নিরঞ্জন দাসেরও বুকে গুলি লাগে। তাঁকে প্রথমে বেদ্রাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এ দিকে গুলি চালানোর পরই এলাকা ছেড়ে পালায়। ইতিমধ্যে পুলিশ তাঁর খোঁজে জায়গায় জায়গায় তল্লাশি শুরু করেছে।