• ‘বেতনহীন ছুটি’-তে গিয়েছিলেন, দাবি শালবনির শিক্ষিকার
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৫
  • বেতনহীন ছুটিতে গিয়েছিলেন তিনি, মঙ্গলবার এমনই দাবি করলেন পশ্চিম মেদিনীপুরের এবিএম গার্লস স্কুলের শিক্ষিকা। এ দিন তিনি ‘এই সময়’-কে ই-মেল করে এ কথা জানিয়েছেন। সোমবার ‘এই সময় অনলাইন’-এ ‘আমেরিকায় বসে বেতন পাচ্ছেন শালবনির স্কুলের শিক্ষিকা, শোরগোল মেদিনীপুরে’— শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। তার প্রেক্ষিতে এ দিন ওই শিক্ষিকার দাবি, এই তথ্য ঠিক নয়। এই অভিযোগ সম্পূর্ণ ‘ভুয়ো’।

    তাঁর দাবি, অসুস্থতার জন্য ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি মেদিনীপুরের হাসপাতালে ভর্তি হন। ৫ অক্টোবর তিনি স্কুলে যোগদান করেন। এরপর পুজোর ছুটি ছিল। তাঁর আরও দাবি, তিনি স্কুল কর্তৃপক্ষ, ডিআই অফিস এবং স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়ে বিদেশযাত্রা করেন। ‘লিভ উইথ আউট পে’ অর্থাৎ ‘বেতনহীন ছুটি’-র আবেদন করেই তিনি বিদেশযাত্রা করেছেন বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরের আগে তিনি আমেরিকায় যাননি। তাঁর অন্তত দাবি, সবটাই নিয়ম মেনে করেছেন তিনি।

    যদিও জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) স্বপন সামন্ত মঙ্গলবারও দাবি করেছেন, ‘মাইনে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার কাছে অন্তত ছুটির কোনও আবেদন জমা পড়েনি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)