• নাবালিকা গৃহবধূর রহস্যমৃত্যু, পুলিশের জালে দুই 
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ দু’‌জনের ভালবাসা গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। বিয়ে হয়েছিল বছর খানেক আগে। সোমবার সেই নাবালিকা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হল শ্বশুরবাড়িতে।

    ঘটনায় দু’‌জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার বাবার অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর মেয়েকে শ্বশুরবাড়িতে নির্যাতন করা হত। ঘটনার দিন সন্ধেয় মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলা হয়, মেয়েকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তিনি খোঁজাখুঁজি করে মগড়া স্টেশনের কাছে মেয়েকে দেখতে পান। সেখান থেকে তিনি মেয়েকে পুনরায় শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে আসেন। রাতে জামাই ফোন করে তাঁকে বলে মেয়ে গলায় দড়ি দিয়েছে। তিনি তড়িঘড়ি মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছন। গিয়ে দেখেন মেয়ে বিছানায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে মেয়েকে তুলে নিয়ে মগড়া হাসপাতালে যান। পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসক জানিয়ে দেন, অনেক আগেই মেয়ের মৃত্যু হয়েছে। অভিযোগ, শ্বশুরবাড়ির কেউ তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি। মৃতদেহের ময়নাতদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মগড়া থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। 

     
  • Link to this news (আজকাল)