• ১২ দিন নিখোঁজ পোষ্য বেড়াল, টমুর খোঁজে শহর জুড়ে সন্ধান চাই পোস্টার ...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: যে কোনও খাবার পছন্দ করে না। প্যাকেটের খাবার খাওয়া তার অভ্যেস। গরম পছন্দ করে না। তাই এসিতে ঘুমাতে পছন্দ করত। তার শোয়ার আলাদা বিছানা। ওজন এগারো কেজি। তার জন্য বাড়িতে রাখা হয়েছে বালির ট্রে। তবে প্রচণ্ড ভীতু স্বভাবের। তাই বাড়ির বাইরে একা একা কখনওই সে বেরোত না। 

    এক বছর আগে কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাকে খুব আদর করতেন জোড়া ঘাট অঞ্চলের বাসিন্দা সেনগুপ্ত দম্পতি। নাম রেখেছিল টমু। পরবর্তী সময়ে ওই বেড়াল ছানাকে সন্তানের মতো যত্ন করেছেন। আদর যত্নে লালিত-পালিত টমু এখন আয়তনে বেশ বড় হয়ে উঠেছে। আসলে হুলো বেড়াল হলেও, তাকে দেখতে ছিল ছোটো খাটো বাঘের মতো। 

    এত ভীতু স্বভাবের অথচ হঠাৎই সেই টমু নিখোঁজ হয়ে যায়। গত ১৬ জানুয়ারি বিকেল থেকে আর তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজ করেছে সেনগুপ্ত দম্পতি। কোথাও টমুর কোনও সন্ধান পাওয়া যায়নি। তাই এবার পোষ্যর সন্ধান পেতে শহর জুড়ে পড়ল নিখোঁজ পোস্টার। তাতে টমুর ছবি দিয়ে সন্ধানের কাতর আবেদন। সঙ্গে সমাজমাধ্যমেও ছবি সহকারে কাতর আবেদন করেছে দম্পতি। 

    চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় বিড়ালের ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিয়েছেন চুঁচুড়া জোরাঘাটে গঙ্গাপারের একটি আবাসনের বাসিন্দা ঋতব্রত সেনগুপ্ত। তাঁর স্ত্রী রূপা সেনগুপ্ত জানিয়েছেন, খুবই বাধ্য ছিল টমু। কয়েকদিন আগে টমুর শরীর খারাপ হয়েছিল। ডাক্তার দেখানো হয়েছে। ওর ইসিজি, রক্ত পরীক্ষা করা হয়েছে। সব নিয়ে চার হাজার টাকা খরচ হয়েছে। তাছাড়া ওকে নিয়মিত ডাক্তার দেখানো হত। এখন সে সম্পূর্ণ সুস্থ ছিল। তবে যেকোনও খাবার খেত না। প্যাকেটের খাবার ওর খুব পছন্দের। ১২ দিন হয়ে গেছে। কী খাচ্ছে? কীভাবে আছে ভাবতেই পারছেন না। 

    ঋতব্রত জানিয়েছেন, তাঁদের একটি মাত্র ছেলে। সেই ছেলের জন্য তিনি কখনও ছুটি নেননি। অথচ টমু হারিয়ে যাওয়ায় তাঁর মাথা খারাপ হওয়ার অবস্থা। বাড়িতে খাওয়াদাওয়া প্রায় বন্ধ। অফিস ছুটি নিয়ে খুঁজে বেড়াচ্ছেন। তাঁদের আরও একটি বিড়াল আছে। তার নাম মাম্মা। তার বাচ্চা হবে কয়েকদিন পর। সে জন্য সবরকম ব্যবস্থা করা আছে। কিন্তু এমন সময় টমুর নিখোঁজ হওয়ায় তাঁর ঘুম উড়ে গেছে। ঋতব্রত আশাবাদী, তাঁরা যেমন ওকে খুঁজছেন, টমুও হয়তো ঠিক তেমনই তার বাড়ি খুঁজে বেড়াচ্ছে। সামাজিক মাধ্যমে তিনি খোঁজ চালাচ্ছেন। সঙ্গে শহরে পোস্টার ঝুলিয়ে দেখছেন, যদি কেউ খোঁজ দেন।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)